জলবায়ু সম্মেলন: ৪২৩ মিলিয়ন ডলার দুর্যোগ তহবিলের প্রতিশ্রুতি

নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শুরু হয়েছে জাতিসংঘের শীর্ষ জলবায়ু সম্মেলনের ২৮তম আসর। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সম্মেলনের উদ্বোধনী দিনেই ক্ষতিপূরণ হিসেবে ৪২৩ মিলিয়ন ডলার দুর্যোগ তহবিলের প্রতিশ্রুতি দিয়েছে আয়োজক দেশ আরব আমিরাতসহ জার্মানি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান ও ইউরোপীয় ইউনিয়ন।

এরমধ্যে, সংযুক্ত আরব আমিরাত ১০০ মিলিয়ন ডলার, যুক্তরাজ্য ৫১ মিলিয়ন ডলার, যুক্তরাষ্ট্র ১৭.৫ মিলিয়ন ডলার, জাপান ১০ মিলিয়ন ডলার, ইউরোপীয় ইউনিয়ন ২৪৫.৩৯ মিলিয়ন ডলার ও জার্মানি ১০০ মিলিয়ন ডলার তহবিল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

সব মিলিয়ে প্রায় ৪২৩ দশমিক ৮ মিলিয়ন ডলার তহবিল পাওয়ার আশা করছে জলবায়ুতে ক্ষতিগ্রস্ত দেশগুলো। যার মধ্যে বাংলাদেশও রয়েছে।

এর আগে, গত বছর মিশরের শার্ম এল-শেখ-এ অনুষ্ঠিত কপ-২৭ শীর্ষ সম্মেলনে ক্ষতিপূরণ তহবিলের একটি চুক্তি সাক্ষর হয়। সেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়। এরপর ক্ষতিপূরণ তহবিল আনুষ্ঠানিকভাবে চালু করা হয়।

উদ্বোধনী আয়োজনের শুরুতেই কপের বিদায়ী সভাপতি স্মরণ করেন বাংলাদেশের প্রখ্যাত জলবায়ু বিশেষজ্ঞ প্রয়াত অধ্যাপক সালিমুল হককে। এ বছর সম্মেলনে অংশ নিয়েছে বিশ্বের ১৯৮টি দেশের প্রায় ৭০ হাজার মানুষ।

উদ্বোধনী অনুষ্ঠানে কপ-২৮ এর সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট সুলতান আহমেদ আল জাবির। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত দেশগুলোর সমস্যা ধনী দেশগুলো অনুধাবন করতে পারছেন বলে দাবি করেন।

অর্থনীতিবিদরা বলেছেন, এই সময়ে তহবিলের প্রয়োজন কয়েক ট্রিলিয়ন ডলার। তবে আশার কথা কপ-২৮ সম্মেলনের কয়েক সপ্তাহ আগে ধনী এবং দরিদ্র দেশগুলো তহবিলে বিদ্যমান পার্থক্য দূর করতে মূল জায়গায় একমত হয়।

পূর্ববর্তী নিবন্ধ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে নিউজিল্যান্ড
পরবর্তী নিবন্ধজয়ের কাছাকাছি বাংলাদেশ