নীলফামারীর জলঢাকায় বাল্যবিয়ে দেওয়ার দায়ে কাজীসহ কনের বাবাকে জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উভয়কে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহ. রাশেদুল হক প্রধান।
শনিবার সকালে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়।প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, গত মাসে উপজেলার পূর্ব বালাগ্রাম এলাকার রফিকুল ইসলাম গোপনে তার সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে বাল্যবিয়ে দেন। বিয়ে রেজিস্ট্রি করেন ওই ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার (কাজী) বেলাল হোসেন। উভয় পক্ষের সিদ্ধান্তে গতকাল শুক্রবার রাতে কনে ও বরপক্ষের লোকজন কনের বাসায় সমবেত হন। সেখানে আকস্মিক পুলিশসহ উপস্থিত হন ইউএনও। এ সময় বরযাত্রীসহ কনে পক্ষের অনেকেই পালাতে পারলেও গ্রেপ্তার হন কাজী বেলাল হোসেন ও কনের বাবা রফিকুল ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও রাশেদুল হক জানান, উপজেলাটিতে বাল্যবিয়ে রোধে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।