জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী

 পপুলার২৪নিউজ প্রতিবেদক :

জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন তিনি।প্রধানমন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শন উপলক্ষে সচিবালয়ে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

গতবারের মতো এবারও সরকার গঠনের পর বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শনের মাধ্যমে সেই কার্যক্রম শুরু করলেন তিনি।

কাজে গতিশীলতা আনতে ও প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিতে প্রধানমন্ত্রী প্রতিটি মন্ত্রণালয় পরিদর্শনে যাবেন। ২০১৪ সালের ১২ জানুয়ারি সরকার গঠনের পর প্রধানমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ পরিদর্শন করেন।

জানা গেছে, প্রধানমন্ত্রী পরিদর্শনের সময় বিগত সময়ে হাতে নেয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলোর সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইতে পারেন। এছাড়া জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে পারেন তিনি।

 

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর নামে গুজব-প্রতারণা : আটক ৫
পরবর্তী নিবন্ধএমপিদের শপথের বৈধতা নিয়ে রিট খারিজ