জনতা ব্যাংকের খুলনা বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

জনতা ব্যাংক লিমিটেডের খুলনা বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২২ সম্প্রতি সাতক্ষীরার একটি রিসোর্টের সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। সম্মেলনে ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

ব্যাংকের ডিএমডি মোঃ আব্দুল জব্বার ও মো. নুরুল আলম এফসিএমএ, এফসিএ (সিএফও) এবংস্থানীয় কার্যালয়ের জিএম মোঃ মিজানুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। খুলনা বিভাগীয় কার্যালয়ের জিএম অরুন প্রকাশ বিশ্বাসের সভাপতিত্বে সংশ্লিষ্ট এরিয়া প্রধানসহ শাখা ব্যবস্থাপকরা সম্মেলনে অংশগ্রহণ করেন।

 

 

পূর্ববর্তী নিবন্ধসোনালী ব্যাংক ও বিসিপিসিএল এর মধ্যে চুক্তি
পরবর্তী নিবন্ধজঙ্গি ছিনতাইয়ের ঘটনায় জড়িতরা নজরদারিতে, যে কোনো সময় গ্রেফতার