নিজস্ব প্রতিবেদকঃ রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে সর্বপ্রথম জনতা ব্যাংকই অটোমেটেড ভল্ট সিকিউরিটি এলার্ম সিস্টেম চালু করেছে। পাশাপশি সবগুলো শাখার ভল্টে ২৪ ঘন্টা নজরদারির আওতায় নিয়ে এসেছে। এদিকে ব্যাংকিং খাতের সংশ্লিষ্টরা এটাকে ইতিবাচক হিসাবে দেখছেন। তারা মনে করেন, প্রত্যাক ব্যাংকের ২৪ ঘন্টার নজরদারি দারি থাকা উচিত। সেইদিক থেকে জনতা ব্যাংক এগিয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি সার্কুলার নং-০৭ মোতাবেক আধুনিক/বিশ্বমানের প্রযুক্তি ব্যবহারে একধাপ এগিয়ে গেল ব্যাংকটি। সম্প্রতি চালু হওয়া এই সিস্টেমের (অটোমেটেড ভল্ট সিকিউরিটি এলার্ম সিস্টেম) মাধ্যমে ভল্ট কক্ষে কেউ প্রবেশ বা প্রবেশের চেষ্টা করলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সেন্ট্রাল মনিটরিং সেন্টারে তাৎক্ষণিকভাবে মেসেজ চলে আসবে। এছাড়া শাখা ব্যবস্থাপক, শাখার সেকেন্ড অফিসার, সংশ্লিষ্ট আঞ্চলিক প্রধান, পুলিশ স্টেশন প্রধান, র্যাব অফিস, চীফ সিকিউরিটি অফিসার এবং এইচআর এজিএম এর কাছে এ মেসেজ স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে। পাশাপাশি ইমেইল ও এমএমএস এর মাধ্যমেও নোটিফিকেশন চলে যাবে। ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাপ্তাহিক বন্ধসহ এমনকি অন্যান্য বন্ধের দিনেও প্রধান কার্যালয়ের মনিটরিং সেলের মাধ্যমে ব্যাংকের সকল শাখায় বছরের সকল দিন ২৪ ঘন্টা একইসাথে ভিডিওসহ নজরদারি করা হচ্ছে। এমনকি বিদুৎ না থাকলেও এলার্মিং সিস্টেম সচল থাকবে। এই সিস্টেমের মাধ্যমে ভল্টের ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে। এই প্রযুক্তি প্রবর্তনের ফলে ব্যাংকের ভল্টের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সূত্র আরও জানায়, কম্পিউটার তথ্য- প্রযুক্তি জ্ঞান সম্পন্ন একদল দক্ষ ব্যাংক কর্মকর্তারা সেন্ট্রাল মনিটরিং সিস্টেম এ কাজ করছেন। তারা ৪ শিফটে ২৪ ঘন্টা ব্যাংকিং এ সেবা চালু রাখছেন। এছাড়া ব্যাংকের এটিএম, অনলাইন ব্যাংকিং, রেমিটেন্স সেবায় আরও নিরাপত্তা দিতে কাজ করছে জনতা ব্যাংক।