পপুলার২৪নিউজ প্রতিবেদক
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি থেকে নির্বাচিতরা সংসদে যোগে দেবেন। জনগণের রায়ের প্রতি বিএনপির শ্রদ্ধা প্রদর্শন করা উচিত।
নৈতিক দায়িত্ববোধের জায়গা থেকে তারা সংসদে যোগ দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
রোববার সকালে শেখ জামালের ৬৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
হানিফ বলেন, যারা সংসদে এসেছে, তাদের ধন্যবাদ জানাই, স্বাগত জানাই। আশা করি যেসব সংসদ সদস্য এখনও শপথ নেননি, তারা তাদের নৈতিক দায়িত্ববোধের জায়গা থেকে শপথ নেবেন এবং সংসদ অধিবেশনে যোগদান করবেন।
তিনি বলেন, জনগণ ভোট দিয়ে এমপিদের নির্বাচিত করেছে, তাই এ সংসদ বৈধ।
হানিফ বলেন, সারা বিশ্ব আজ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদে আক্রান্ত। তবে বাংলাদেশের কঠোর অবস্থানের কারণে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে আছে।