পপুলার২৪নিউজ ডেস্ক :
বুধবার বিকেল পৌনে ৫টার দিকে ময়নাতদন্ত শুরু করেন ঢামেক হাসপাতালের ফরেনসিক মেডিসিনের প্রধান সহকারী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ। কলাবাগানে নিহত জঙ্গির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
ময়নাতদন্ত সম্পন্ন করে ডা. সোহেল মাহমুদ সাংবাদিকদের বলেন, বোম ব্লাশ্টের কারণে আত্মঘাতী হয়ে জঙ্গী সাইফুলের মৃত্যু হয়েছে। ডান চোখ দিয়ে ঢুকে মাথার ডান দিক দিয়ে বের হয়ে গেছে। তার সাড়া শরীর পোড়া ছিল এবং শরীরের বিভিন্ন জায়গায় স্প্লিন্টারের চিহ্ন পাওয়া গেছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এর আগের জঙ্গীদের একেক জনের কাছ থেকে একেক রকম স্প্লিন্টার পাওয়া গেছে। তবে আগের জঙ্গীদের সাথে অনেকটাই মিল আছে। মৃত্যুর আগে সে কোন প্রকারের উত্তেজক ড্রাগ সেবন করেছিল কিনা, সেই জন্য ইউরিন, রক্ত, ও ভিসেরা সংগ্রহ করা হয়েছে।
সাইফুলের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন কলাবাগান থানার উপ পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম। সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে ঢামেক মর্গে জমা দেন।