জঙ্গি নিধনে ভুল,শতাধিক সাধারণ মানুষ নিহত

পপুলার২৪নিউজ ডেস্ক:
14নাইজেরিয়ার বিমান বাহিনী জঙ্গিগোষ্ঠী বোকো হারামের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে ভুলে অন্তত শতাধিক বেসামরিক মানুষকে হত্যা করেছে।

দেশটির উত্তর-পূর্ব বর্ন রাজ্যের রান এলাকায় মঙ্গলবার জেট বিমানের বোমায় বহু সাধারণ মানুষ আহত হয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছে।

সরকারি সূত্রের বরাতে এনবিসি নিউজ জানিয়েছে, ক্যামেরুনের সীমান্ত সংলগ্ন ওই এলাকায় বিমান বাহিনী ভুলে একটি শরণার্থী ক্যাম্পে বোমা ফেললে ত্রাণকর্মীসহ শতাধিক শরণার্থী নিহত এবং বহু আহত হয়েছে।

রেডক্রসের এককর্মী জানিয়েছেন, হামলায় তাদের ২০ জন কর্মী নিহত হয়েছেন। রাজ্য সরকার হেলিকপ্টারের মাধ্যমে আহতদের উদ্ধারের চেষ্টা করছে।

অবশ্য আন্তর্জাতিক ত্রাণসংস্থা এমএসএফ’র বরাতে বিবিসি নিহত ৫০ আর আহত শতাধিক বলে খবর দিয়েছে। হতাহতদের মধ্যে ত্রাণকর্মী রয়েছেন। ইতিমধ্যে রেডক্রস তাদের ছয়জন নিহতের তথ্য নিশ্চিত করেছে।

সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল লাকি ইরাবর বলেছেন, ‘বোকো হারামের জঙ্গিরা সেখানে জড়ো হয়েছে- গোয়েন্দাদের তথ্যে এ হামলার অনুমতি দেয়া হয়। কিন্তু পাইলট ভুলে শরণার্থী ক্যাম্পে বোমা ফেলেছে।’

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি ঘটনার দায় স্বীকার করে এক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন।

তার মুখপাত্র বলেছেন, ‘প্রেসিডেন্ট বুহারি ভুলে চালানো হামলার দায় স্বীকার করে বর্ন রাজ্যে সহায়তার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।’

পূর্ববর্তী নিবন্ধচেলসিকে ৩৫ বছরের কারাদণ্ড থেকে মুক্তি দিচ্ছেন ওবামা
পরবর্তী নিবন্ধ‘যুদ্ধ হলে চীনের সেনারা ৪৮ ঘণ্টায় দিল্লি পৌঁছাবে’