রাজধানীর মিরপুরের দারুস সালাম থানার বুদ্ধিজীবী কবরস্থানের দক্ষিণে অবস্থিত বর্ধমানবাড়ি এলাকার জঙ্গি আস্তানায় বিস্ফোরণের পর লাশ উদ্ধারের ঘটনায় একটি ‘অপমৃত্যু’ মামলা করেছে পুলিশ।
র্যাবের একজন উপসহকারী পরিচালক (ডিএবি) বাদী হয়ে বুধবার ওই মামলা করেন। মিরপুরের দারুস সালাম থানার ওসি মো. সেলিমুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
জঙ্গি আস্তানায় উদ্ধার অভিযান পরিচালনfকালে র্যাবের ডিজি বেনজীর আহমেদ জানিয়েছিলেন বিস্ফোরণের পর সেখানে সাতজনের খুলি ও অঙ্গ-প্রত্যঙ্গ উদ্ধার করা হয়েছে।এজাহারে বিষয়টি উল্লেখ্য রয়েছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার মসিন্দা এলাকায় জঙ্গি আস্তানা থেকে সোমবার দিবাগত রাত আড়াইটায় দুই জঙ্গিকে আটক করে র্যাব। আটককৃত দুই সহোদর হল মাসুদ ও খোকন। তবে ওই দুই সহোদর ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত থেকে মিরপুরের দারুস সালামের ওই বাড়িতে অভিযান চালায় র্যাব।