জগন্নাথপুরে বাল্য বিয়ে পন্ড করে দিয়েছে পুলিশ

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

জগন্নাথপুরে বাল্য বিয়ে পন্ড করে দিয়েছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের কবিরপুর গ্রামে এ বিয়ে বন্ধ করে দেয় পুলিশ।
এলাকাবাসী জানান, কবিরপুর গ্রামের মিল্লাদ মিয়ার মেয়ে চিলাউড়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রীর সঙ্গে উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের আব্দুস ছেমেদ’র পুত্র দুবাই প্রবাসি জিতু মিয়া (৩০) এর বিয়ের সময় ধার্য্য করা হয় শুক্রবার সন্ধ্যার পর। বিকেলে বরসহযাত্রীরা এসেছেন বিয়ে বাড়িতে। ইফতারের পর বিয়ে হবে। বিয়ের কিছুক্ষন পূর্বে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাল্য বিয়ের অভিযোগে বিয়ে পন্ড করে দেয়।
স্থানীয় ইউপি সদস্য হীরা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, মেয়েটি অপ্রাপ্ত বয়স। তাই পুলিশ এ বিয়ে বন্ধ করে দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই বাঁধের ১৬টি গেট আংশিক খুলে দেওয়া হয়েছে
পরবর্তী নিবন্ধপ্রেমিককে আত্মহত্যার প্ররোচনায় সেই তরুণী দোষী সাব্যস্ত