নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদ্রাসার জমি নিলাম দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ সহ কমপক্ষে ৭০ জন লোক আহত হয়েছেন। গুরুতর আহত ৪০ জনকে সিলেট ওসমানী কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকালে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে শ্রীধরপাশা গ্রামের উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবদুল মালিক ও বিএনপি নেতা জাবেদ আলম কোরেশীর লোকজনের মধ্যে বিরোধ চলে আসছে। এরই জের ধরে শনিবার বিকেলে স্থানীয় শ্রীধরপাশা দারুল উলুম মাদ্রাসার জমি নিলাম দেয়া নিয়ে জাবেদ আলম কোরেশী ও আবদুল মালিক পক্ষের ফয়সল মিয়ার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘন্টা ব্যাপী সংঘর্ষের ঘটনায় এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং প্রায় ৫০ রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষে মহিলা সহ ৭০ জন লোক আহত হন। এর মধ্যে গুলিবিদ্ধ গুরুতর আহত ৪০ জনকে সিলেট এম এ জি ওসমানী কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে।