নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ)পপুলার২৪নিউজ :
জগন্নাথপুরে গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কের সংস্কার কাজে প্রভাবশালী ঠিকাদারদের নৈরাজ্য রোধ করতে পারছে না বরং প্রভাবশালী এসব ঠিকাদারদের কাছে সড়কের কাজ বাস্তবায়নকারী সংস্থাগুলো অসহায়। ফলে দুর্ভোগে পড়েছেন উপজেলার লাখো মানুষ। শত শত কোটি টাকার উন্নয়ন হলেও কয়েকটি সড়কের অসমাপ্ত কাজ নিয়ে ঠিকাদারদের নৈরাজ্যর কারণে উন্নয়ন কর্মকান্ড বিঘ্নিত হচ্ছে। প্রায় ১৭কোটি টাকা ব্যয়ে ছোটবড় ১৫টি সড়কের কাজ বাস্তবায়নে ঠিকাদারদের গাফিলাত দেখা দিয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জগন্নাথপুর উপজেলা অফিস সূত্রে জানা যায়, জগন্নাথপুর-কেউনবাড়ি-বিশ্বনাথ সড়কের জগন্নাথপুর অংশের ১৩ কিলোমিটার জুড়ে ছোটবড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়। দীর্ঘ দুর্ভোগের পর প্রায় ৩কোটি টাকায় কাজ নেন ঠিকাদারী প্রতিষ্ঠান নুরা এন্টারপ্রাইজ। কাজের শুরুতেই হেলপার দিয়ে রোলার চালানোর ফলে রোলার চাপায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটে। এরপর থেকে সড়কের কাজ করতে গড়িমসি শুরু করলে পরে ধীরগতিতে কাজ চালায় ঠিকাদার। এছাড়াও নিম্নমানের কাজের ফলে কাজ শেষ হওয়ার আগেই গর্তের সৃষ্টি হয়।
ভবেরবাজার-নয়াবন্দর-কাঠালখাইড় সড়ক প্রায় ৪কোটি টাকা বরাদ্দে তিন বছর ধরে কার্যাদেশ দেয়ার পরও ঠিকাদার উচ্চ আদালতে মামলা করে কাজের সময় বৃদ্ধিসহ নানা টালবাহানা করে যাচ্ছে সজিব রঞ্জন দাশের নিকট থেকে সাবকন্ট্রাক্ট নেয়া ঠিকাদার সৈয়দ মাছুম আহমদ।
পাগলা-জগন্নাথপুর সড়কের জগন্নাথপুর পৌরসভা অংশের বেহাল দশা বিরাজ করছে দীর্ঘ দিন ধরে। ঠিকাদার জিলু মিয়া কিছু অংশের সংস্কার কাজ করলে থানার সামনে থেকে পৌরসভা পর্যন্ত সড়কে কোন কাজ করেনি।
সম্প্রতি ত্রাণ ও দুর্যোগ বিভাগের ৪৭লাখ টাকা ব্যয়ে প্রভাকরপুর রাঙ্গাখালে বাস্তবায়নাধীন সেতু উদ্বোধনের আগেই ভেঙ্গে পড়ে কাজ নিম্নমানের কাজ হওয়ায়। এছাড়াও ১৩টি ইউনিয়নের গ্রামীন সড়কগুলোতে বেহাল দশা বিরাজ করছে। কার্যাদেশ হলেও ঠিকাদার কাজ শুরু না করায় দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণকে।
জগন্নাথপুর পৌর এলাকার বাসিন্দা শিক্ষক সাইফুল ইসলাম রিপন বলেন, জগন্নাথপুরে হাজার কোটি টাকার উন্নয়ন হলেও কয়েকটি সড়কে ঠিকাদারদের নৈরাজ্যর কারণে এসব উন্নয়ন কর্মকান্ডের সফলতা মানুষ ভোগ করতে পাড়ছেনা। আমলাতান্ত্রিক জটিলতার কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব ঠিকাদারদের কাছে অসহায় হয়ে পড়েছে। জগন্নাথপুর বাস মালিক সমিতির সভাপতি নিজামুল করিম বলেন, ভাঙাচোরা সড়কের বেহাল দশায় যানবাহন চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ঠিকাদারদের নৈরাজ্যর কারণে আমরা অসহায়।