ছয় মাসে মোবাইল গ্রাহক বেড়েছে ৯৬ লাখ : বিটিআরসি

পপুলার২৪নিউজ ডেস্ক :
মোবাইল ফোনের গ্রাহকের সংখ্যা চলতি বছরের প্রথম ছয় মাসে ৯৬ লাখ বেড়েছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বৃহস্পতিবার প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা যায়, ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত মোবাইল ফোনের গ্রাহক ছিল ১২ কোটি ৬৩ লাখ।

চলতি বছরের জুন পর্যন্ত দেশে মোবাইলের গ্রাহকের সংখ্যা দাড়ায় ১৩ কোটি ৫৯ লাখে। একই সময়ে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ৫৯ লাখ।

সবচেয়ে বেশি গ্রাহক বেড়েছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটার। ছয় মাসে প্রতিষ্ঠানটির গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৯৫ লাখ। এর মধ্যে একীভূত হওয়া এয়ারটেলের গ্রাহক ছিল ৮২ লাখ ১৯ হাজার (বিটিআরসির ফেব্রুয়ারি মাসের তথ্য অনুযায়ী)।

তারপরও একীভূত রবির গ্রাহক ছয় মাসে বেড়েছে ৫০ লাখেরও বেশি। এ সময় গ্রামীণফোনের গ্রাহকসংখ্যা বেড়েছে ৩৬ লাখ। যদিও ৬ কোটি ১৫ লাখ গ্রাহক নিয়ে এখনো ব্যবহারকারীর তালিকায় শীর্ষে আছে গ্রামীণফোন।

বর্তমানে বাংলালিংক ব্যবহার করছেন ৩ কোটি ১৫ লাখ গ্রাহক। ছয় মাসে অপারেটরটির গ্রাহকসংখ্যা বেড়েছে ৬ লাখ।

তবে গ্রাহকসংখ্যা কমেছে রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল ফোন অপারেটর টেলিটকের। ছয় মাসে টেলিটকের গ্রাহক কমেছে ৪ লাখ। জুন পর্যন্ত ব্যবহারকারীর সংখ্যা ৩২ লাখ।

পূর্ববর্তী নিবন্ধপ্রধান বিচারপতির অপসারণ চান : খাদ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধআবার বিয়ে করলে ভাতা দেবে না সরকার : অর্থ মন্ত্রণালয়