পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
ছয় মাস পর লক্ষ্মীপুর থেকে নিখোঁজ রাকিবুল হাসান রকি নামে এক যুবক বাড়ি ফিরেছেন।
শনিবার রাত সাড়ে ৩টার দিকে তাকে হাত-পা বাঁধা অবস্থায় শহরের বাগবাড়ি এলাকায় ফেলে যাওয়া অপহরণকারীরা। পরে স্থানীয় এক রিকশাচালক তাকে বাড়িতে পৌঁছে দেন বলে জানান রাকিবুল।
রাকিবুল বলেন, কারা তাকে তুলে নিয়ে গিয়েছিল তা তিনি জানেন না। তাকে বেশিরভাগ সময় হাতকড়া পরিয়ে চোখ বেঁধে রাখা হত একটি ঘরে। শুধু খাওয়া বা টয়লেটে যাওয়ার সময় হাতকড়া খোলা হত।
তাকে কোনো ধরনের নির্যাতন করা হয়নি এবং কেউ তাকে কোনো বিষয়ে জিজ্ঞাসাবাদও করেনি বলে জানান ওই যুবক।
রাকিবুলের পরিবার জানায়, গতবছর ৬ ডিসেম্বর রাত ১০টার দিকে শহরের পুরাতন আদালত রোডে ব্যাডমিন্টন খেলার মাঠ থেকে কয়েকজন লোক একটি সাদা মাইক্রোবাসে করে নিয়ে যায় তাকে।
বিভিন্ন স্থানে খোঁজ করে ছেলের সন্ধান না পেয়ে পরদিন লক্ষ্মীপুর সদর থানায় জিডি করেন রকির বাবা তোফয়েল আহমেদ।
এ ব্যাপারে সদর থানার ওসি লোকমান হোসেন জানান, রকিবুল বাড়ি ফিরেছে সেই খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গেছে। কী ঘটেছিল, তার সঙ্গে কথা বললে বিস্তারিত জানা যাবে বলে জানান ওসি।