ছোটপর্দায় দেখবেন তারায় ভরা বাচসাসের ঝলমলে রজনী

রাজু আনোয়ার: বাংলাদেশ চলচ্চিত্রের ঐতিহ্যবাহী সংগঠন ‘বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি’ বা বাচসাস। সংগঠনটির ৫০ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি অনুষ্ঠিত হয় বাচসাস সুবর্ণজয়ন্তী উৎসব। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়নে অনুষ্ঠিত হয় বাচসাসের জমকালো উৎসব। এতে গত পাঁচ বছরের জমে থাকা বাচসাস পুরস্কারও প্রদান করা হয়।
অনুষ্ঠানে কিংবদন্তীতুল্য কবরীও আজীবন সন্মাননা তুলে দেন আলমগীরের হাতে। এর আগে সুবর্ণ জয়ন্তী উৎসবের বিশেষ সন্মাননা বিশিষ্ট ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, সাবিনা ইয়াসমিন ও ফরিদুর রেজা সাগরের হাতে তুলে দেন বাচসাস-এর সভাপতি আবদুর রহমান ও সাবেক দুই সভাপতি রফিকুজ্জামান ও নরেশ ভূঁইয়া।
দেশীয় সিনেমা ও শিল্পী কুশলীদের স্বীকৃতি ও পৃষ্ঠপোষকতার এই আসরে যৌথ প্রযোজনার সিনেমা বিবেচিত হয়নি। এবারের আসরের জুরিমন্ডলীর সভাপতি ছিলেন বিশিষ্ট সাংবাদিক নরেশ ভূঁইয়া। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি-র সাথে সেরাদের হাতে পুরস্কার তুলে দেবার জন্য নানা সময় মঞ্চে ছিলেন ফিল্ম আর্কাইভ-এর মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকার, জনপ্রিয় অভিনেত্রী রোজিনা, সংগীতশিল্পী মমতাজ, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, শিশুশিল্পী হিসেবে একসময়ের সাড়াজাগানো অভিনেত্রী দীঘি।
অনুষ্ঠানের শুরুতেই রয়েছে তানজিলের কোরিওগ্রাফিতে উদ্বোধনী নৃত্য। নাচের শেষে মঞ্চে ফুটে উঠবে বাচসাস এর সুবর্ণ জয়ন্তী উৎসবের লোগো। মঞ্চ মাতাবেন আসিফ আকবর, আঁখি আলমগীর, অপু বিশ্বাস, সিয়াম ও পূজা। চলচ্চিত্রে দুই দশকের যাত্রায় শীর্ষতারকা শাকিব খানকে ঘিরে থাকবে একটি আয়োজন। তার গানে নাচের এক সময়ে শাকিব খানকে মঞ্চে নিয়ে যাবার পর শেষ হয়ে এই আয়োজন।
জমকালো এই আয়োজন এবার দেখা যাবে টেলিভিশনের পর্দায়ল। আজ রোববার বিকাল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দেখানো হবে বাচসাস পুরস্কারের ৩৯তম আসর। সফল ও জমকালো আয়োজনটি দেখা যাবে শুধু চ্যানেল আইয়ের পর্দায়। এমনটাই জানিয়েছেন বাচসাস সভাপতি আবদুর রহমান।

 

পূর্ববর্তী নিবন্ধহলিউড পারলে আমরাও পারব !
পরবর্তী নিবন্ধপ্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে লাইব্রেরিয়ান নিয়োগ দেয়া হবে: প্রতিমন্ত্রী