বিনোদন ডেস্ক : হালের ক্রেজ পরীমণির একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যের আজ প্রথম জন্মদিন। দিনটি ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছায় ভাসছেন এই স্টারকিড। এদিকে বিশেষ দিনটিতে ছেলের জন্য দীর্ঘ চিঠি লিখেছেন পরীমণি।
আজকের জন্মদিন অনুষ্ঠানে এই দীর্ঘ চিঠি পড়ে শোনাবেন এই নায়িকা। তিনি বলেন, জন্মদিনে উপহারের বিষয়টি সারপ্রাইজ থাকুক। শুধু এটুকু বলতে চাই, ছেলের জন্য দীর্ঘ চিঠি লিখেছি। আজ চিঠি পড়ে শোনানো হবে। ছেলে বড় হয়ে দেখুক ওর জন্য কত কী করেছি! দিনটি স্মরণীয় করতেই এমন আয়োজন।
ছেলেকে লেখা চিঠির বিষয়ে পরীমণি বলেন, যখন জেলে ছিলাম তখন নানু একটি চিঠি লিখেছিলেন। আমিও নানুকে লিখেছিলাম। ওটাই ছিল সর্বশেষ চিঠি লেখা। এবার লিখলাম ছেলের জন্য।
এদিকে শরিফুল রাজ-পরীমণির দাম্পত্য সম্পর্কটা ভালো যাচ্ছে না। অনেকদিন আগেই পরীর বাসা থেকে চলে যান রাজ। বিচ্ছেদের বিষয় দুজনই সংবাদমাধ্যমে জানিয়েছেন।