ছেলেকে ডাক্তার দেখাতে ঢাকায় এসে সড়কে প্রাণ গেলো বাবার

ঢামেক প্রতিবেদক:

রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেট এলাকায় ট্রাকের ধাক্কায় আদম আলী (৫৫) নামের আহত এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের অন্য তিন সদস্য আহত হয়েছেন। আদম আলী পেশায় কাপড় ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিনগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৪টার দিকে তিনি মারা যান।

নিহত ব্যক্তির ভাতিজা মো. মাসুম জানান, তার চাচা পেশায় কাপড় ব্যবসায়ী। ছেলে শাকিরকে ডাক্তার দেখাতে পরিবারসহ রাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় এসেছিলেন। পরিবারের চার সদস্য সিএনজি অটোরিকশায় করে আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। পথে আসাদগেট এলাকায় দ্রুতগামী একটি ট্রাক সিএনজি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে তার চাচাসহ সিএনজিতে থাকা চারজনই আহত হন।

পরে গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। আদম আলীর অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আদম আলী ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানাধীন মুক্তা রামপুর গ্রামের ওয়ারেজ আলীর সন্তান। তার তিন মেয়ে ও দুই ছেলে রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদুই মোটরসাইকেলে ৬ জন, সড়কে প্রাণ গেলো সবার
পরবর্তী নিবন্ধগাজায় বর্বর হত্যাযজ্ঞ চলছেই, নিহত বেড়ে প্রায় ৪৬ হাজার ৮০০