ছাত্রলীগের আয়তন অনুসারে নারীদের সংখ্যা খুবই কম উল্লেখ করে সংগঠনে নারীদের প্রাধান্য বাড়াতে বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি। শুক্রবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের আইন্তা এলাকায় কোণ্ডা ইউনিয়ন ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, “ছাত্রলীগে নারীদের প্রধান্য বাড়াতে হবে। সারা পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী নারী নেতৃত্ব বাংলাদেশে। প্রধানমন্ত্রী নারী, বিরোধীদলীয় নেত্রী নারী, বিএনপি চেয়ারপারসনও একজন নারী। কাজেই যেদেশে এত নারী নেতৃত্ব রয়েছে সেখানে ছাত্রলীগে নারীর সংখ্যা খুবই কম। ”
সম্মেলন উদ্বোধন করেন থানা ছাত্রলীগের আহ্বায়ক ফারুক হোসেন মিঠু। কোণ্ডা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক রোমেল মাহমুদের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ, জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাকুর হোসেন সাকু, কোণ্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান চৌধুরী ফারুক, ঢাকা জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ম ই মামুন, ঢাকা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন রাজিব, থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান রাসেল, কোণ্ডা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কাজী সুলতান মাহমুদ সাইফুল প্রমুখ।