জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনের গেট খুলতে বাধা দিচ্ছে পুলিশ, অভিযোগ দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। মঙ্গলবার দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে উপস্থিত হয়ে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন বিএনপি মহাসচিব।
এ সময় তিনি ছাত্র সমাবেশে বাধা না দিয়ে দ্রুত ইনস্টিটিউট মিলনায়তনের গেটের তালা খুলে দেওয়ার আহ্বান জানান। মির্জা ফখরুল বলেন, ছাত্র সমাবেশে পুলিশ বাঁধা দিচ্ছে। তারা মিলনায়তনের তালা খুলে দিচ্ছে না। মঙ্গলবার দুপুর ২টার এ ছাত্র সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
এর আগে সকাল পৌনে ১১টার দিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের চত্বরে দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এ সময় মির্জা ফখরুল কুমিল্লায় বাসে পেট্রোলবোমা হামলায় আট জন নিহতের ঘটনায় দায়ের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করায় নিন্দা প্রকাশ করেন।