নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি:
ছাতকের নানসিঁড়ি-হরিষপুর সড়কটি এখন অস্থিত্ব হারাতে বসেছে। কালারুকা ইউনিয়নরে কয়েকটি গ্রামের প্রায় শহস্রাধিক মানুষের চলাচলের অন্যতম এ সড়কটি বর্তমানে পড়ে আছে বেহাল দশায়। কৃষ্ণ চৌধুরী সড়কের সংযোগ নানসিঁড়ি-হরিষপুর সড়কটি প্রায় ৬০ বছর আগে নিজস্ব ভুমির উপর দিয়ে নির্মাণ করেছিলেন গ্রামের তৎকালীন জমিদার কৃষ্ণ প্রসাদ চৌধুরী। ২০ফুট প্রশস্ত বিশিষ্ট প্রায় অর্ধ মাইল দীর্ঘ গ্রামীণ এ সড়কটি প্রতিষ্ঠার ৬০ বছরেও পাকাকরন বা সংস্কার করা হয়নি। সড়ক জুড়েই বড়-বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে গর্ত ভরাট হয়ে যাওয়ায় প্রায় দূর্ঘটনা ঘটছে। ভাড়ী যানবাহন এ সড়ক দিয়ে চলাচল না করলেও ইজিবাইক, অটো-টেম্পু, সিএনজি ফোরষ্ট্রোক ও মোটরসাইকেল চলাচল ছিল নিয়মিত। কিন্ত সড়ক কর্দমাক্ত ও বিপদজনক হয়ে উঠায় এখন এসব যানবাহন আর চলাচল করতে পারছে না। ফলে জনদূর্ভোগ ক্রমেই বেড়ে চলছে। এসব গ্রামের মানুষ ও স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা দূর্ভোগ মেনে নিয়েই প্রতিদিন উপজেলা সদরে বা স্কুল-কলেজে আসা-যাওয়া করছে।
জমিদার কৃষ্ণ প্রসাদ চৌধুরী পুত্র ও প্রাক্তন শিক্ষক প্রনব কান্তি চৌধুরী ক্ষোভ প্রকাশ করে জানান, এলাকার মানুষের চলাচলের সুবিধার্থে তার পিতা কৃষ্ণ প্রসাদ চৌধুরী নিজের ভুমির উপর সড়কটি নির্মাণ করে ছিলেন। পিতার নির্মিত এ সড়কটি সংস্কার করার মতো স্বামর্থ এখন আর তাদের নেই। সড়কটি বর্তমানে চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে।