সুনামগঞ্জ প্রতিনিধি : ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের ঝাওয়ারখাড়া ব্রিজ এলাকায় রোরবার দুপুরে এ দূর্ঘটনা ঘটে। অটোরিকশায় ট্রাকের ধাক্কায় শিশুসহ ২জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো তিনজন।
দূর্ঘটনায় উপজেলার নোয়ারাই ইউনিয়নের মানিকপুর গ্রামের জালাল উদ্দিনের ৮বছরের শিশুপুত্র আরিফুল ইসলাম ও ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের তেঘরী নোয়াগাঁও গ্রামের আবদুল গফুরের পুত্র নাজিমুল হক (২২) নিহত হয়। এ দূর্ঘটনায় নিহত নাজিমুলের মা কমলা বেগম (৪৫), চাচাতো বোন জাউয়াবাজার ইউনিয়নের পাইগাঁও গ্রামের মৃত গিয়াস উদ্দিনের স্ত্রী সুজিয়া বেগম (৪৩), নোয়ারাই ইউনিয়নের মানিকপুর গ্রামের আবদুল হাই এর স্ত্রী ও নিহত শিশু আরিফের খালা মিনারা বেগম (৪০) আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে রাখেন। ওই সড়কে প্রায় ঘণ্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ছাতক থেকে গোবিন্দগঞ্জমুখী অটোরিকশাটি ঝাওয়ারখাড়া ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক এতে ধাক্কা দেয়। ফলে অটোরিকশাটি উল্টে ঘটনাস্থলেই দুজন নিহত হন।