ছাতকে সাড়ে ১০ লাখ টাকার ভারতীয় চিনি জব্দ, গ্রেফতার ১

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ): ছাত‌ক উপজেলার নোয়ারাই ইউনিয়নের লক্ষীবাউর সুরমা নদীর ঘাট এলাকা থেকে ট্রাক বোঝাই ২শ ১০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। 

মঙ্গলবার ভোর রাতে নৌ পুলিশ অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেফতার করে। জব্দকৃত চিনির বাজার মূল্য ১০লাখ ৫০ হাজার টাকা।

গ্রেফতারকৃত খায়ের উদ্দিন (৩০) দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউপির উলুরগাঁও গ্রামের চান মিয়ার ছেলে। তার প্রধান সহযোগী একই ইউপির কিরন পাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে শফিক মিয়া (২৮) পু‌লিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় নৌ পু‌লিশের এস আই বাদল ফ‌কির বাদী হয়ে ৩ জনের নামে চোরাচালান অপরাধে বিশেষ আইনে মামলা দায়ের করেন ছাতক থানায়। এ মামলায় খায়ের উদ্দিনকে গ্রেফতার দেখিয়ে বুধবার দুপুরে সুনামগঞ্জ আদালত ওাঠানো হয়েছে। 

নৌ পু‌লিশ ইনচার্জ আনোয়‌ার হোসেন এঘটনার সত‌্যতা নি‌শ্চিত করে বলেন, নৌপথে আসা ভারতীয় চি‌নির বস্তা ট্রাক বোঝাই কালে মালামাল জব্দ ও একজনকে গ্রেফতার ক‌রা হয়। 

পূর্ববর্তী নিবন্ধগাজায় বাইডেনের শান্তি প্রস্তাব প্রশ্নের মুখে
পরবর্তী নিবন্ধরূপালী ব্যাংকের অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে সভা অনুষ্ঠিত