পপুলার২৪নিউজ নুর উদ্দিন ছাতক প্রতিনিধি:
ছাতকের জাউয়াবাজারে সংঘর্ষে নিহত হাফিজ আবু সাঈদের জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সন্ধা ৭ঘটিকায় হাবিদপুর জামে মসজিদ প্রাঙ্গনে জানাযা শেষে তার দাফন সম্পন্ন করা হয়। বৃহস্পতিবার সকালে জাউয়া-কোনাপাড়া ও হাবিদপুর গ্রামবাসীর মধ্যের সংঘর্ষে গুরুতর আহত হাফিজ আবুসাঈদ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি হাবিদপুর গ্রামের আব্দুল কাইয়ুমের পুত্র। এদিকে গুরুতর আহত আব্দুল কাইয়ুম সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার সকালে জাউয়াবাজারে হাবিদপুর গ্রামের আব্দুল কাহারের দখলীয় দোকান ভিটে জাউয়া কোনাপাড়া গ্রামের আব্দুল ওয়াহিদ ঘর নির্মান করতে গেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে একজনের মৃত্যু ও ৩০জন আহত হয়। পরিস্থিতি শান্ত রাখতে জাউয়া বাজারে পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন ছাতক থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান। হাবিদপুর গ্রামের আব্দুল কাহার জানান, আবু সাইদ হত্যাকান্ডের ঘটনায় রাতেই থানায় হত্যা মামলা দায়ের করা হবে।