ছাতকে যৌতুক না পাওয়ায় গৃহবধূকে হত্যা

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ):

ছাতকে যৌতুক না দেয়ায় সুজিতা বেগম (৩০) নামের এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। সে সিংচাপইড় ইউপির বড় সৈদেরগাঁও গ্রামের আব্দুল জলিলের স্ত্রী। মৃত্যুর পর স্বামির বাড়ির লোকজন বাড়ি ঘর ছেড়ে পালিয়ে গেছে।
রোববার ভোরে স্বামিসহ পরিবারের লোকজন তাকে মধ্যযূগীয় কায়দায় নির্যাতন করলে সে গুরুতর আহত হয়।
এসময় তাকে কৈতক হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার অবস্থা আশংকাজনক থাকায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধিন অবস্থায় রোববার ২টায় সে মৃত্যুবরণ করে।
এ ঘটনার ব্যাপারে বোন ফিরোজা বেগম বলেন, তার বোন সুজিতাকে দীর্ঘদিন থেকে যৌতুকের জন্য তার স্বামি ও পরিবারের লোকজন নির্যাতন করে আসছিল। ঘটনার রাতে ও সকালে তাকে নির্যাতনের পর তার মূখে বিষ ঢেলে তাকে হত্যা করে।
ইউপি সদস্য আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধছাতকে রেলওয়ের গুদাম দখলমুক্ত 
পরবর্তী নিবন্ধরংপুর অঞ্চলের ২২ আসনে জয়ী হলেই ক্ষমতায় যাব : এরশাদ