ছাতকে ব্র্যাকের দোলারবাজার ব্রাঞ্চে গ্রাহকদের বিক্ষোভ প্রদর্শন

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
ছাতকে বন্যায় ক্ষতিগ্রস্থ ব্র্যাকের গ্রাহকরা সুদমুক্ত সহায়তা ঋণের জন্য ব্র্যাকের দোলারবাজার ব্রাঞ্চের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে। বৃহস্পতিবার থেকে ব্র্যাক কার্যালয়ের সামনে শতাধিক নারী গ্রাহক অবস্থান নিয়ে বিক্ষোভ করে আসছে। এককালীন নগদ অর্থ সহায়তা, দীর্ঘ মেয়াদী সুদমক্ত ঋণ, চলমান কিস্তি মওকুপের দাবী জানান তারা। দোলারবাজার ইউনিয়নের বিভিন্ন গ্রামের নারী গ্রাহকদের মধ্যে আম্বিয়া বেগম, পিয়ারা বেগম, আয়শা বেগম, রহিমা আক্তার, জমিলা খাতুন, ফিরোজা বেগম, খুদেজা বেগম, সমছুন্নেছা, মায়া বেগম, আম্বিয়া খাতুন, মনোয়ারা বেগম, আয়েশা আক্তার, নিয়তি রানী দাস, সুধা রানী দাস, নুরজাহান বেগম, নেহারুন নেছা, শেলী রানী দাস, সুশান্তি বৈদ্য, গুলবাহার বেগম, শাহানারা বেগম, সালেহা খাতুন, সায়রা বেগম, দিলারা বেগম, জুবেদা খাতুন, জাহানারা বেগম, ফুল নাহার, লক্ষ্মী রানী দাস, ছায়ারুন নেছা, আনোয়ারা বেগম, হাসনা বেগম,শাহানা আক্তার, মর্জিনা বেগম, শবনম বেগম, তেরাবান নেছা, আলেয়া বেগমসহ শতাধিক নারী দাবী আদায়ের লক্ষ্যে আন্দোলনে নামে। এ ব্যাপারে দোলারবাজার ব্রাঞ্চ ম্যানেজার আব্দুস সাত্তার জানান, এ ব্রাঞ্চ থেকে ক্ষতিগ্রস্থ ৯ শ’জনের একটি তালিকা দেয়া হয়েছিল। কিন্তু উর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্তের মাধ্যমে এ তালিকা বাতিল করে দেন। কোন সহায়তা আসলে এ ব্রাঞ্চের গ্রাহকদের প্রদান করা হবে।

পূর্ববর্তী নিবন্ধনাঈমের ডিএনএ, সাফাত-সাদমানের মোবাইল পরীক্ষার অনুমোদন
পরবর্তী নিবন্ধছাতকে আ.লীগের কর্মীসভা ও ক্ষতিগ্রস্থ কৃষকদের সাথে মতবিনিময়