নুর উদ্দিন ছাতক, সুনামগঞ্জপ্রতিনিধি,পপুলার২৪নিউজ:
ছাতক পৌরসভায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ভিজিএফ’র চাল ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে পৌরসভার কার্যালয় থেকে ক্ষতিগ্রস্থদের মাঝে ৩৮কেজি চাল ও নগদ ৫শ’ করে টাকা বিতরণ করা হয়। পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩ হাজার জন তালিকা ভুক্ত পরিবারের মাঝে চাল ও নগদ টাকা বিতরণ করা হয়। চাল ও টাকা বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী। এসময় ট্যাগ কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, পৌরসভার সচিব মাহমুদ আলম মামুন, সহকারী প্রকৌশলী প্রদীপ চন্দ্র রায়, কর আদায়কারী জামাল উদ্দিন, সূর্য্যরে হাসি ক্লিনিকের পরিচালক স্বপ্না বেগম, ক্রিড়া সংস্থার সেক্রেটারী লাল মিয়া, কল্যানব্রত দাসসহ পৌর কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্থ খামার মালিকদের মাঝে গো-খাদ্য বিতরণ করেছে প্রানী সম্পদ বিভাগ। দুপুরে প্রানী সম্পদ কার্যলয় থেকে উপজেলার ৬৫ জন খামারীর মাঝে এসব ২৫কেজি করে গো-খাদ্য আনুষ্ঠানিক বিতরণ করেন সিলেট প্রানী সম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ গিয়াস উদ্দিন। এসময় সিলেট জেলা কৃক্রিম প্রজনন কেন্দ্রের সহকারী পরিচালক(এপি) ডাঃ শফিউল আহাদ সর্দার, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ ছাইফুল ইসলাম, ভেটেরিনারি সার্জন ডাঃ আব্দুস সহিদ হোসেন, ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন, ভেটেরিনারি কম্পাউন্ডার আলমগীর হোসেন, কৃত্রিম প্রজনন মাঠ সহকারী দিজেন্দ্র লাল চক্রবর্ত্তী, ইউপি সদস্য আব্দুল কদ্দুছ সুমন প্রমুখ উপস্থিত ছিলেন। অপরদিকে ক্ষতিগ্রস্থ গ্রাহকদের মাঝে সুদমুক্ত সহায়তা ঋণ বিতরণ করেছে এনজিও সংস্থা আশা। উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্থ ৫০জন মহিলার মাঝে ২ হাজার টাকা করে সুদমুক্ত ঋণ বিতরণ করেন আশা সিলেট অঞ্চলের জোনাল ম্যানেজার সাজেদুর ইসলাম চৌধুরী। ছাতকের আঞ্চলিক ম্যানেজার-১ আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ঋণ বিতরণী সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক বিজয় রায়, আঞ্চলিক ম্যানেজার-২ জামাল উদ্দিন, বিএম আলী আশকর প্রমুখ। ছাতকে ২লক্ষ টাকাসহ সুনামগঞ্জ জেলার ৩৩ হাজার ক্ষতিগ্রস্থদের মধ্যে ৬কোটি ৬০ লাখ টাকা সুদমুক্ত ঋণ বিতরণের কার্যক্রম চলেছে বলে আশা কর্মকর্তারা জানিয়েছেন।