নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
ছাতকে বন্যায় বিস্তৃীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। রবিবার রাত থেকে প্রবল বর্ষণ ও পাহাড়ী ঢলে উপজেলার নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। উপজেলার সাথে গ্রামাঞ্চলের সড়ক যোগাযোগ অনেক স্থানে বন্ধ হয়ে পড়েছে। ভেসে গেছে কয়েকটি মৎস্য খামারের মাছ। প্রবল বর্ষণের ফলে এখানে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। সকল এলাকায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।
সুরমা, পিয়াইন, চেলাসহ উপজেলার সকল নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বন্যার পানিতে ইসলামপুর, জাউয়া, ভাতগাঁও, সিংচাপইড়, কালারুকা, চরমহল্লা, উত্তর খুরমা, দক্ষিণ খুরমা, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও, ছৈলা-আফজালাবাদ, দোলারবাজার, নোয়ারাই ও ছাতক সদর ইউনিয়নের নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খাঁন আকষ্মিক বন্যার কথা জানিয়ে বলেন বন্যা মোকাবেলায় উপজেলা প্রশাসন সকল প্রস্তুতি মূলক উদ্যোগ গ্রহণ করেছে।