নুর উদ্দিন ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
ছাতকে পৌরসভা সার্ভিস এসাসিয়েশনের উদ্যোগে পূর্নদিবস কর্মবিরতী পালন করেছে পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাসহ সরকারী সকল সুবিধা রাজস্ব কোষাগার থেকে প্রদানের দাবীতে সোমবার সকালে পৌরসভা কার্যালয়ের সামনে দু’দিন ব্যাপী কর্মসূচীর ১ম দিনের কর্মবিরতী পালন করে তারা। পৌর সচিব মাহমুদ আলম মামুনের সভাপতিত্বে ও সহকারী প্রকৌশলী প্রদীপ চন্দ্র রায়ের পরিচালনায় অনুষ্ঠিত কর্মবিরতী চলাকালে বক্তব্য রাখেন, নির্বাহী প্রকৌশলী রত্নকুর দাস, হিসাব রক্ষন কর্মকর্তা এমদাদুর রহমান, কর নির্ধারক শহিদুল হক মোল্লা, সহকারী প্রকৌশলী মহসিনা ফেরদৌস, উপসহকারী প্রকৌশলী অজয় কিশোর দাস, কর আদারকারী জামাল উদ্দিন, সহকারী কর আদায়কারী রতন দে, হিসাব রক্ষক কুলছুমা বেগম, উচ্চমান সহকারী শীলা বড়–য়া, সহ লাইসেন্স ইন্সপেক্টর চন্দন বর্ধন, কর্মচারী নাজির হোসেন, কল্লান ব্রত দাস, অজিত কুমার দাস, দানিয়া নিজামী জন, লাভলী ব্যানার্জী, কুন্তলা রানী দাস, হেপী সরকার, আব্দুল মালিক রানা, আসাদুজ্জামান রতন, ফজলুর রহমান, বিজয় পাল, জুয়েল রায়, সুনীল দাস, দেবাশীষ রায়, পরিমল দাস, বাবুল মিয়া, দিপ্ত বনিক প্রমুখ।