ছাতকে নিজ কেন্দ্রে ডিগ্রি পরীক্ষা দেয়ার দাবীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নুর উদ্দিন ছাতক প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

ছাতকে নিজ কেন্দ্রে ডিগ্রি পরীক্ষা দেয়ার দাবীতে সড়ক অবরোধ ও পথসভা করেছে ছাতক সরকারী অনার্স-ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। গতকাল সোমবার সকালে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের কলেজ মোড়ে সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অবরোধ কর্মসূচী পালন করে তারা। অবরোধ চলাকালে কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদির তালুকদার ও কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাচ্ছা আবেদীনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, কলেজ ছাত্রীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বুরহান উদ্দিন তালুকদার, কলেজ শিক্ষার্থী ইমরান এইচ বাপ্পী, মোস্তাক আহমদ, হোসাইন আহমদ, জুনেল আহমদ, গিয়াস উদ্দিন, ফখরুল হাসান জেনিস, আলী চৌধুরী, শিপলু আহমদ, আব্দুল¬াহ সনি, সুজন ইমদাদ কার্জন, সাইদুল হক রাহেল, সাগর আহমদ, রুমেল মিয়া, মেহেদী হাসান, সাব্বির আহমদ, নুরুল হক, আবিদ হাসান, মিতা বেগম, রেহানা বেগম, ফাবিনা বেগম, ফারজানা আক্তার, সুমি বেগম, সুমা বেগম, তারিনা বেগম, ফাতেমা ফেরদৌস রুমি প্রমুখ। এসময় সহকারী কমিশনার(ভুমি) সাবিনা ইয়াসমিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের দাবীর সাথে একাত্বতা পোষন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলে শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে দেন। অবরোধ চলাকালে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের উভয় পাশে যাত্রী ও মালবাহী গাড়ী আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে শিক্ষকাথীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল¬াহর সাথে দেখা করে এ ব্যাপারে একটি স্মারকলিপি প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধযমুনায় তীব্র ভাঙনে শাহজাদপুরে ২শ’ ঘরবাড়ি বিলীন
পরবর্তী নিবন্ধছাতকে কৃষক-কিষানীদের মাঝে ঢেউটিন বিতরণ