নুর উদ্দিন ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি, পপুলার২৪নিউজ:
দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাতকে আলোচনা সভা, র্যালী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে শহরে র্যালী অনুষ্ঠিত হয়। র্যালী শেষে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি আব্দুল আলিমের সভাপতিত্বে ও সাংবাদিক জাহাঙ্গীর আলম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ লাহিন মিয়া। বিশেষ অতিথি ছিলেন, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর-রশীদ, সুনামগঞ্জ জেলা ন্যাপের সাধারন সম্পাদক আব্দুল অদুদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব আব্দুস সামাদ, পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য শাহীন চৌধুরী, ছাতক সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, পৌর কাউন্সিলার জসিম উদ্দিন সুমেন। বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দ, উপজেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক মহিন উদ্দিন, সাবেক চেয়ারম্যান কুতুব উদ্দিন, এড. আব্দুস সালাম, ছাতক প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শাহ আক্তারুজ্জামান, অর্থ সম্পাদক বিজয় রায়, উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইজাজুল হক রনি, প্রবাসী নজির আহমদ, মুক্তার আলী, সাংবাদিক আমিনুল ইসলাম আজির, শামীম আহমদ তালুকদার, নুর উদ্দিন, আমির আলী, সেলিম মাহবুব প্রমুখ। এর আগে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। আলোচনা সভা শেষে প্রেসক্লাব কার্যালয়ে কনকচাপা খেলাঘর আঁসরের শিল্পীবৃন্দের পরিবেশনায় অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।