নুর উদ্দিন (ছাতক প্রতিনিধি) পপুলার২৪নিউজ:
ছাতকে ভারতীয় তীর খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে কলেজের ছাত্র-ছাত্রীসহ ৩০ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ৪ জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সোমবার সন্ধ্যায় ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের দিঘলী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ ব্রীজ সংলগ্ন এলাকায় ভারতীয় তীর খেলার টুকন কেনা-বেচা নিয়ে গ্রামের জমির আলী ও নুরুল আমিনের মধ্যে কথা কাটাকাটি ও হাতা-হাতির ঘটনা ঘটে। এর জের উভড পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে পুলের মুখ থেকে সংঘর্ষ গ্রামে ছড়িয়ে পড়ে। প্রায় ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও ইটপাটকেল ব্যবহার করে। এ সময় কোচিং শেষে বাড়ি ফেরা পথে সংঘর্ষকারীদের ছোঁড়া ইট-পাটকেলে গোবিন্দগঞ্জ অনার্স-ডিগ্রী কলেজের, দু’ শিক্ষার্থী আহত হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষে গুরুতর আহত মুহিত মিয়া(২৫), লিটম মিয়া(২৫), নুরুল আমি(২৬), কলেজ ছাত্র রাফি(২১) ও ছাত্রী রেহেনা বেগম(২০)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বদর উদ্দিন(৫৫), জমির হোসেন(৪৫), ওয়ারিছ আলী(৩২), লিমন মিয়া(২৫), সিদ্দিক(৩৫), কামাল মিয়া(৪০), সালমান(২২), আবু বক্কর(২৫), রুহেল(২২), আল-আমিন(২৩), মাহবুব(৩০), লিংকন(১৮)সহ অন্যান্যদের স্থানীয় হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। বিষয়টি আপোষে নিষ্পত্তির জন্য মধ্যস্থতা করেন আ.লীগ নেতা আওলাদ আলী রেজা, ইমাম উদ্দিন, সামছুল ইসলাম মেম্বার, শ্রমিক নেতা আফতাব উদ্দিন, স্থানীয় আলতাব মিয়া, সাবেক ছাত্রলীগ নেতা মঞ্জুর আলমসহ স্থানীয় লোকজন।