ছাতকে গাড়ি চোরচক্র স্বক্রিয় গ্রেফতার ২, মোটরসাইকেল উদ্ধার

নুর উদ্দিন ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
ছাতকে মোটরসাইকেল চোর চক্রের দু’ সদস্যকে জেল হাজতে প্রেরন করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে মোটরসাইকেল চোর চক্রের সদস্য দোলারবাজার ইউনিয়নের বাগইন গ্রামের মখছুছ আলীর পুত্র রিপন (২৫) ও সরিষপুর গ্রামের ছাত্তার আলীর পুত্র আবুল লেইছ (২৭)কে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে। গত এক সপ্তাহ ধরে দোলারবাজার ইউনিয়নের বিভিন্ন এলাকায় একাধিক মোটরসাইকেল ও সিএনজি চুরির ঘটনা ঘটেছে। আকষ্মিক গাড়ি চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় গাড়ি মালিকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। জানা যায়, গত ৩০ অক্টোবর রাতে দোলারবাজার ইউনিয়নের বারগোপী গ্রামের হাজী হাদিস আলীর পুত্র আব্দুল মোমিনের মোটরসাইকেল তালাবদ্ধ অবস্থায় তার নিজ ঘরের বারান্দা থেকে চোরেরা চুরি করে নিয়ে যায়। শুক্রবার ভোরে বারগোপী বটেরখাল নদীর তীর দিয়ে মোটরসাইকেলটি নিয়ে বাগইন গ্রামের দিকে যাওয়ার সময় নদীতে মাছ ধরারত লোকজন তাদের ধাওয়া করলে সাইকেলটি ফেলে চোরেরা পালিয়ে যায়। এসময় ৪-৫ জন চোরের মধ্যে দু’জনকে চিনতে পেরেছেন বলে মাছ শিকারী লোকজন জানিয়েছেন। খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে মোটরসাইকেল উদ্ধার করেন ছাতক থানার এসআই শফিকুল ইসলাম। এ ঘটনায় আব্দুল মোমিন বাদী হয়ে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার রাতে বাগইন গ্রামের মখছুছ আলীর পুত্র রিপন (২৫) ও সরিষপুর গ্রামের ছাত্তার আলীর পুত্র আবুল লেইছ (২৭)কে গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী চোর চক্রের গডফাদার বিশ্বনাথ থানার শেখেরগাঁওয়ে বাদশাকে আটক করতে গেলে পুলিশ ও চোরচক্রের মধ্যে ধাওয়া ও পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এক পর্যায়ে মোটরসাইকেল চোরচক্রের প্রধান আটক বাদশাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে যায় তার সহযোগীরা। এসময় বারগোপী গ্রামের মৃত চেরাগ আলীর পুত্র চোরচক্রের অন্যতম সদস্য লায়েক মিয়া পালিয়ে যেতে সক্ষম হয়।
একই এলাকায় ক’দিনে সিএনজি ও একাধিক মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। ২৯অক্টোবর রাতে মঈনপুর গ্রামের সাবেক মেম্বার নজরুল ইসলামের পুত্র মোহাম্মদ আলীর একটি মোটর সাইকেল চুরি হয়। ৩০ অক্টোবর রাতে দোলারবাজার ইউনিয়নের বারগোপী গ্রামের হাজী হাদিস আলীর পুত্র আব্দুল মোমিনের মোটরসাইকেল তালাবদ্ধ অবস্থায় তার নিজ ঘরের বারান্দা থেকে চোরেরা চুরি করে নিয়ে যায়। ৩১ অক্টোবর একই ইউনিয়নের লক্ষীপাশা গ্রামের মৃত আছকন্দর আলীর পুত্র আবু জাহিদের একটি পালসার মোটর সাইকেল তার নিজ বসতঘরের বারান্দার গ্রীলের তালা ভেঙ্গে নিয়ে যায় চোরেরা। এর আগে ২৮ অক্টোবর মঈনপুর গ্রামের গ্যারেজ থেকে একটি সিএনজি গাড়ি চুরি হলেও এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। এ রাতে দোলারবাজার-মঈনপুর সড়কে চলাচলতর একটি সিএনজি গাড়ির গতি রোধ করে ছিনতাই করার উদ্দেশ্যে চালককে মারধোর করে। এক পর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে আসলে চোরচক্রের লোকজন পালিয়ে যায়। ছাতক থানার ওসি আতিকুর রহমান জানান, চোরচক্রের ২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। চক্রের অন্যান্যদের গ্রেফতারে অভিযান চলছে।

 

 

পূর্ববর্তী নিবন্ধছাতকে যুব উন্নয়নের যুগ্ম সচিবকে ভূঁয়া প্রকল্প দেখিয়ে প্রতারনা
পরবর্তী নিবন্ধক্যামব্রিজ শিক্ষার্থী হাসান হত্যায় দুই রংমিস্ত্রির মৃত্যুদণ্ড