ছাতকে ইজ্জ‌তের মুল্য ৫০ হাজার টাকা!

নুর উদ্দিন, সুনামগঞ্জ : ছাতকে ফার্মেসী থে‌কে ঔষধ আন‌তে গি‌য়ে গ্রাম্য ডাক্তা‌রের হা‌তে ৫ম শ্রেনীর এক ছাত্রী‌ ধর্ষ‌নের ঘটনায় শা‌লিশ বৈঠকের  ইজ্জ‌তের মুল্য ৫০ হাজার টাকা নির্ধারণ করায় স্থানীয় দুই মেম্বা‌রের ম‌ধ্যে সংঘ‌র্ষে ১০জন আহত হ‌য়ে‌ছেন। এ ঘটনার পর মূলহোতা পলাতক র‌য়ে‌ছে।
জানা যায় ,গত ৯মার্চ দুপুর ১২ ঘটিকার সময় স্কুল থে‌কে খাসগাঁও বাজা‌রে জনতা ফার্মেসী থেকে ঔষধ আন‌তে গে‌লে গ্রাম্য ডাক্তার রা‌দেশ তা‌কে জিম্মি ক‌রে ফার্মেসীর ভিত‌রে নি‌য়ে জোরপুবক ধর্ষনের ঘটনা ঘটায়। সে খাসগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী।‌ এ ধষ‌র্নের ঘটনা ধামাচাপা দি‌তে স্থানীয় মেম্বার করম আলীর নেতৃ‌ত্বে আ‌পো‌ষে নিস্প‌তি ল‌ক্ষে গত ১১মার্চ খাসগাঁও সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয় প্রাঙ্গ‌নে শা‌লিশ বৈঠকের আ‌য়োজন করা হয়। গত ১১মার্চ খাসগাঁও সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয় প্রাঙ্গ‌নে ডাক্তার ও নির্যাতিত ছাত্রীর অভিভাবক নি‌য়ে শা‌লিশ বৈঠক অনু‌ষ্টিত হয়। এ বৈঠ‌কে যুবলী‌গের নেতা ও স্থানীয় ইউ‌পি সদস্য আ‌জিজুর রহমান শান্ত এ ঘটনার তীব্র প্র‌তিবাদ ক‌রে গ্রাম্য ডাক্তার রা‌দেশ দৃষ্টান্তমুলক শা‌ন্তি দা‌বি করায় বিদ্যাল‌য়ে প‌রিচালনা ক‌মি‌টি সভাপ‌তি স্থানীয় ইউ‌পি মেম্বার করম আলী ম‌ধ্য‌ে হাতাহা‌তির ঘটনা নি‌য়ে দু’প‌ক্ষে সংঘর্ষ বা‌ধেঁ। এ সংঘর্ষে উভয় প‌ক্ষের ম‌ধ্যে ১০জন আহত হ‌ন। এ বৈঠ‌কে স্থানীয় ইউ‌পি মেম্বার করম আলী নির্যাতিত স্কুল ছাত্রীর ইজ্জ‌তের মূল্য ৫০ হাজার টাকা জ‌রিমানা ক‌রে ঘটনার নিস্পত্তির চেষ্টা চালায়।
এ ব্যাপা‌রে জাউয়াবাজার পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ নিমল দেব নাথ ঘটনার সত্যতা স্বীকার ক‌রেন।
এ ব্যাপা‌রে শান্ত ও করম আলী মেম্বা‌রের মোবাইল ফো‌নে যোগা‌যোগ কর‌লে দুজ‌নের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

পূর্ববর্তী নিবন্ধছাতকে বাবা হা‌তে ২৩দি‌নের শিশু হত্যা
পরবর্তী নিবন্ধছাতকে দু’প‌ক্ষের ম‌ধ্যে বন্ধুক যুদ্ধে আহত শতা‌ধিক