নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
ছাতকের ঐতিহাসিক ইংলিশ টিলা যে কোনো মুহুর্তে ধসে পড়ার আশংকায় উপজেলা প্রশাসন গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এক জরুরী সভা আহবান করে। উপজেলা নির্বাহী অফিসার নাছির উল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ উপজেলা আ’লীগ আহবায়ক আলহাজ্ব আবরু মিয়া তালুকদার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আনিসুর রহমান খান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুস শহীদ হোসেন, প্রেসক্লাব সেক্রেটারী আব্দুল আলীম, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, চরমহল্লা ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল মালেক, পৌরসভার কর আদায়কারী জামাল উদ্দিন, উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আব্দুল হামিদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার আলহাজ্ব গোলাম মোস্তফা, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মাও. জয়নাল আবেদীন, ছাতক থানার এসআই অরুন কুমার দাস, ফায়ার সার্ভিসের হেলাল উদ্দিন প্রমুখ। টিলায় মাটি কাটা ও প্রতি বছর ভারী বর্ষনের ফলে টিলার উপর ইংলিশ দম্পতির স্মৃতিসৌধটি এখন মারাতœক ঝুঁকির মধ্যে রয়েছে। ওই স্মৃতিসৌধ টিলা থেকে পড়ে ঘটতে পারে প্রাণহানীর মতো বড় রকমের অঘটন। এরই প্রেক্ষিতে উপজেলা প্রশাসন আহুত সভায় গভীর উদ্বেগ ও প্রাণহানী রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের উপর গুরুত্বারোপ করা হয়। সম্প্রতি টিলার নিচে বসবাসকারি পরিবারগুলোকে এমনই সর্তকতা মূলক বার্তাও দেওয়া হয়েছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। মাইকিং করে পরিবারগুলোকে নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দেয় ফায়ার সার্ভিস। বিভিন্ন সূত্রে জানা যায়, ১৭৯৪ সালে জর্জ ইংলিশ এসকুয়ার নামে এক ইংলিশ ব্যবসায়ি স্ব-স্ত্রীক ছাতকে আসেন ব্যবসার জন্য। কথিত আছে তিনিই ছাতকে সর্বপ্রথম চুনাপাথর ব্যাবসা শুরু করেন। তার প্রচেষ্ঠায়ই ওই অঞ্চলে সম্ভাবনাময় চুনাশিল্পের দ্বার উন্মোচিত হয়। তিনি এই শহরে ব্যবসা-বানিজ্যের কারনে অনেক বাঙ্গালী ব্যবসায়ীদের সাথে তার গভীর সখ্যতা গড়ে ওঠে। ১৮৫০ সালে ৭৬ বছর বয়সে জর্জ ইংলিশ ছাতকে মৃত্যুবরণ করলে তার স্ত্রী হেনরী ইংলিশ ব্যবসা-বানিজ্য পরিচালনা করেন। ওই বছরই হেনরী ইংলিশ স্বামীর স্মৃতি রক্ষার্থে টিলার উপর একটি স্মৃতিসৌধ নির্মাণ করেন। পরবর্তীতে স্মৃতিসৌধটি সাহেব মিনার নামে পরিচিতি লাভ করে। স্বামী মারা যাবার ক’বছর পর হেনরী ইংলিশ ব্যবসা গুটিয়ে এ দেশ থেকে চলে যান বৃটেনে। ছাতক শহরের ৬নং ওয়ার্ডের বাগবাড়ি এলাকায় অবস্থিত জর্জ ইংলিশ এসকুয়ারের সমাধিস্থল ইংলিশটিলা। টিলার চারপাশে ঘনবসতি গড়ে উঠা আবাসিক এলাকার মধ্যে প্রায় দেড় শতাধিক বছরের পুরনো ইতিহাস সমৃদ্ধ ইংলিশ টিলাটি অযতেœ ও অবহেলায় পড়ে আছে দীর্ঘদিন থেকে। ফলে বৃহত্তর সিলেট তথা ছাতকের মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে প্রাচীনতম ঐতিহাসিক এ নিদর্শনটির অস্থিত্ব। শত বছর আগে এক ভুমিকম্পে সু-উচ্চ মিনারের মাঝের অংশ ভেঙ্গে টিলার উপরে পড়ে গেলে উপরের সরু অংশ আড়াআড়ি ভাবে নিচের অংশে এসে বসে যায়। এভাবেই যুগের পর যুগ পড়ে রয়েছে ঐতিহাসিক এ সাহেবের মিনার। সরেজমিনে দেখা যায়, প্রায় ২৫ ফুট উচু সাড়ে ৪ফুট চওড়া মিনারটি এখন ঝুকি পূর্ণ ভাবে দাড়িয়ে আছে। মিনারে ফাটল এবং কয়েকটি অংশ ভেঙ্গে পড়েছে। মিনারের গায়ে মার্বেল পাথরে খোদাই করা ইংরেজীতে লিখা ‘ইংলিশ দম্পতির’ ইতিহাস আজো সেই স্বাক্ষ্য বহন করছে। বর্তমানে প্রয়োজনীয় রক্ষনাবেক্ষনের অভাবে সমাধি ও স্মৃতি সৌধটির বাউন্ডারী দেয়াল ভেঙ্গে গেছে। টিলার মাটি অব্যাহতভাবে কেটে নেয়ার ফলে মিনারটি এখন পরিণত হয়েছে দূর্ঘটনার বস্তুতে। ১৯৫০ সালের সেটেলমেন্ট জরিপে ওই টিলার ভ’মি খাঁস খতিয়ানভুক্ত করা হয়। ওই সময় থেকেই টিলাটি পরিণত হয় সরকারী সম্পত্তিতে। দেশ স্বাধীনের পর কোন সরকারের আমলেই টিলাটি সংরক্ষনের কার্যকর কোন উদ্যোগ নেয়া হয়নি। পরিবেশ বিপর্যয় ঘটিয়ে টিলার মাটি কেটে বিক্রি ও ভারী বর্ষনের ফলে যে কোন সময় স্মৃতি সৌধটি ধ্বসে পড়ার উপক্রম হয়েছে। টিলার উপর নির্মিত মিনার দেখার জন্য একসময় কৌতুহলী জনতার দূর-দূরান্ত থেকে আগমন ঘটতো। এখন আর এ দৃশ্য চোঁখে পড়ে না। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে পাহাড় ও টিলা ধসে অনেকের প্রাণহানি ঘটেছে। এ আশংকায় উপজেলা প্রশাসন প্রাণহানীর মতো যে কোন অঘটন রোধে জনসচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের লক্ষ্যে মঙ্গলবার জরুরী সভার আয়োজন করে।