নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
ছাতকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন ও কৃষকদের সাথে মতবিনিময় করেছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শামীম আহমদ চৌধুরী। শুক্রবার দিন ব্যাপী বিভিন্ন এলাকা পরিদর্শন করে বিকেলে ভাতগাঁও ইউনিয়নের ঝিগলী এলাকায় স্থানীয় আ.লীগের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী তাহেরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক অ্যাড. নাসির উদ্দিন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শামীম আহমদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজল ও সানাম মিয়া আতিক। বক্তব্য রাখেন প্রবাসী শেখ সিরাজ উদ্দিন, আ.লীগ নেতা এমাদুল হক এমাদ, আজিজুর রহমান, সুন্দর আলী প্রমুখ। সভা শেষে ঝিগলী আলহাজ্ব আবুল খয়ের সামছুল ইসলাম হাসপাতাল পরিদর্শন করেন শামীম আহমদ চৌধুরী। এ সময় তিনি হাসপাতালের জন্য একটি ইসিজি মেশিন, অক্সিজেন সিলিন্ডার, নেভুলাইজার মেশিন, ১০টি ফ্যানসহ চিকিৎসা সামগ্রী প্রদানের ঘোষনা করেন। বিশেষ অতিথি জেলা পরিষদ সদস্য সানাম মিয়া আতিক হাসপাতালের উন্নয়নে ৫০ হাজার টাকা প্রদানের ঘোষনা দিয়েছেন। পরে দোলারবাজার ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বাজারে আয়োজিত পৃথক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা শামীম আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজল। দোলারবাজার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজ্বী আশিক মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক আনোয়ার মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা আজিজ আহমদ, মছলু মিয়া, আকবর আলী, এমাাদুল হক এমাদ, ইউপি সদস্য জমির উদ্দিন, সাবেক ইউপি সদস্য আশক আলী, ইউনিয়ন আ.লীগ নেতা আউয়াল আহমদ, আফতাব আহমদ, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সাদিকুর রহমান সাদিক প্রমুখ। সকালে দোয়ারাবাজার উপজেলা আ.লীগের কার্যালয় উদ্ধোধন উপলক্ষে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শামীম আহমদ চৌধুরী। দোয়ারাবাজার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা সংগ্রাম কমিটির সমন্বয়ক আছকির মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারা বাজার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক শামিমুল ইসলাম শামিম, জেলা পরিষদ সদস্য আমিনুল ইসলাম সেলিম। সভায় বক্তব্য রাখেন, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আছাম উদ্দিন, সুরমা ইউপি আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম আর্মি, আ.লীগ নেতা শফিকুল ইসলাম রতন, ডাঃ আব্দুস সামাদ, আবুল হোসেন, হাবিবুর রহমান শেখচান, বাংলাবাজার ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক কোরবান আলী, প্রভাষক জহিরুল ইসলাম, আ.লীগ নেতা আব্দুল হামিদ, চন্ডি দে, ডাঃ হাজী আব্দুল মজিদ, আব্দুল হাই, দোয়ারা উপজেলা ছাত্রলীগ সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ। এর আগে শামীম আহমদ চৌধুরী ছাতক-দোয়ারার বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ কৃষক ও এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন। গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের খাগামুড়া ফকিরবাড়ি গ্রামে মরহুম হাজী আনছার মিয়া পীরের পুত্র যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা মিলাদ মিয়াপীরের বাসভবনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা মিলাদ মিয়া পীরের সভাপতিত্বে ও যুবলীগনেতা আনোয়ার হোসেন রনির পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক নেতা শামীম আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যরাখেন, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য ও আ’লীগ নেতা আজমল হোসেন সজল, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, আ’লীগ নেতা এমাদুল হক ও আব্দুর রইছ মেম্বার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম দিলওয়ার হোসেন চয়ন, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, তেলিহাওর পাপস’র সভাপতি লাকু আলী লিটন, ইউপি সদস্য আনোয়ার আলী, ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ব্যবসায়ী মুহিবুর রহমান, ওয়ার্ড আ’লীগের সভাপতি আসমান গনি ও সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা ছাত্রলীগ নেতা নুরুল আমীন, কৃষকলীগ নেতা আছকন আলী, আনোয়ার হোসেন, ফজর আলী, শুকুর আলী, এংরাজ মিয়া, গিয়াস উদ্দিন, শফু মিয়া, হরমুজ আলী, আবুল হাসনাত, সোনা মিয়া প্রমুখ। এসময় বন্যা দূর্গত এলাকার কৃষক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।