ছাতকে অসময়ে নদী ভাঙনে পাকা সড়ক বিলীন : লক্ষাধিক মানুষ দুর্ভোগে

নুর উদ্দিন : সুনামগঞ্জের ছাতকে অসময়ে নদী ভাঙনের কবলে পড়েছে বটের নদীর তীরবর্তী গো‌বিন্দগঞ্জ – বিনদপুর পাকা সড়ক। সড়কটির পাকা অংশ নদীতে ভেঙে পড়ায় পরিবহন বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে রয়েছেন তিনটি ইউনিয়নের ২০টি গ্রামের স্কুল, কলেজ পড়ুয়াসহ লক্ষাধিকের অধিক জনসাধারণ।

জানা যায়, উপজেলার গো‌বিন্দগঞ্জ – বিনদপুর সড়কের গো‌বিন্দনগর ফজ‌লিয়া আলীয়া মাদ্রাসা থেকে সিংঙ্গুয়া গ্রাম পর্যন্ত ৪০০ গজ পাকা সড়ক অসময়ে ভেঙে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের হুমকিতে রয়েছে গো‌বিন্দনগর ফজ‌লিয়া আলীয়া মাদ্রাসা, বসতঘর ও ফসলী জমি। গোবিন্দগঞ্জ সৈদেরগাও, ছৈলা আফজালাবাদ ও দোলারবাজার ইউনিয়নের গোবিন্দনগর, বিলপার, শ্যামনগর, হরিনগর, কৃষ্ণনগর, বিশ্বম্ভরপুর, দশঘর, মালিকান্দি, লক্ষীপুর, বিনদপুর, বড়চাল, কলাগাও, ভূগলি, বানারশি, বাগইন, দীঘলবাক, কহল্লাসহ ২০টি গ্রামের মানুষ লক্ষাধিক মানুষ যাতায়াতে চরম দূর্ভোগে রয়েছেন। এ নদীর আগ্রাসী ভাঙনে অনেকেই সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন।

শিক্ষক রেজাদ্দ আহমদ বলেন, গত কয়েক দিন ধরে ভাঙন চললেও এল‌জিইডি ও পানি উন্নয়ন বোর্ড এখনো ব্যবস্থা গ্রহণ করেনি।

দ্রুত ভাঙন রোধ করা সম্ভব না হলে অনেক ঘরবাড়ি ও নানা স্থাপনা নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। বিলপার গ্রামের লিটন মিয়া বলেন, রাস্তার ভাঙন ঠেকাতে কয়েকবার বরাদ্দ আসলেও কাজে দূর্নীতি, লুটপাট হয়েছিল। লুটপাটের কারনে পাকা রাস্তাটি এখন সম্পূর্ণ ভাবে নদীর গর্ভে চলে গেছে৷ উপজেলা প্রকৌশলী আফছর আহমেদ জানান, গত ৫ জানুয়ারী সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলীকে লিখিত ভাবে জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধআখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমা
পরবর্তী নিবন্ধবলিউডে পা রাখছেন রাভিনার মেয়ে রাশা