নুর উদ্দিন ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
ছাতকসহ সিলেট বিভাগের সবগুলো জেলায় ১হাজার ৭শ’টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে পবিত্র রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে কমিউনিটি এ্যাগেইনস্ট পভার্টি ক্যাপ। প্রতিটি খাদ্য সামগ্রীর প্যাকেজে রয়েছে ৩০ কেজি চাল, ৫ কেজি ডাল, ৫ লিটার তেল, ৫ কেজি আলু, ৫ কেজি পিয়াজ, ৩ কেজি চানা, ২ কেজি লবন ও ২ কেজি খেজুর। দু’ সপ্তাহ ব্যাপী এসব জেলার বিভিন্ন স্থানে খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ড. মুশফিক হোসেন চৌধুরী, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, লাখাই উপজেলা চেয়রম্যান মুশফিকুর হাসান আজাদ, সিএমপি’র উপ-কমিশনার বাসুদেব বনিক, স্থানীয় সরকার অধিদপ্তর সিলেট’র উপ-পরিচালক দেবজিৎ সিংহ, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চাকমা, সুনামগঞ্জ জেলা পরিরষদের প্যানেল চেয়ারম্যান তারিক হাসান দাউদ, ফৌজিয়া শম্মিী, জেলা পরিষদ সদস্য আক্তারুজ্জামান শাহ, জহিরুল ইসলাম, নাজমুল হোসাইন, মাহতাবউল হাসান সমুজ, অ্যাড. আব্দুল আজাদ রুমান, আমিনুল ইসলাম সেলিম, মহিলা সদস্য সেলিমা বেগম, ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল, ব্যাংকার সৈয়দ মোয়াজ্জেম হোসেন সেবুল, মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, সমাজসেবী জাবেদ সিরাজ, আব্দুস সোবহান, ক্যাপ’র সিইও আব্দুল নুর হুমায়ুন, সেক্রেটারি শাহেদ চৌধুরী, সদস্য ফয়ছল উদ্দীন, তুয়েল মাহমুদ, ইমরান আহমদ, রিয়াদ মুরাদ, ইমরান, সৈয়দ বুরহান উদ্দীন বুলবুল, নয়ন আহমদ, দেলোয়ার হোসেন, ফজল মাহবুব সনেট, রাসেল আহমদ, এমদাদুর রহমান, গোলাম কিবরিয়া চৌধুরী পারভেজ, মকবুল হোসেন, আব্দুস সোবহান, রেজ্জাদ আহমদ, শামীম তালুকদার, কবির উদ্দীন, সুজন মিয়া, তামিম হোসাইন, পাবেল আহমদ, সাদেক হোসেন, শেখ জুবায়ের, শামীম মিয়া, সুমন মিয়া, ফৌজি চৌধুরী, সিরাজুল ইসলাম, শহীদ মিয়া, মিজানুর রহমান, টিপু আহমদ, সাগর, রাজ প্রমুখ। প্রতিটি সভায় শুরুতের স্বাগত বক্তব্যে ক্যাপ’র বাংলাদেশ ডিরেক্টর ও সুনামগঞ্জে জেলা পরিষদ সদস্য আব্দুস সহিদ মুহিদ বলেন, গরীব ও অসহায় প্রতিটি পরিবারকে রমজান মাসে চলার মতো সমপরিমান ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। কমিউনিটি এ্যাগেইনস্ট পভার্টি ক্যাপ ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত রাখবে। প্রয়োজনে সহায়তার পরিমান ও সহায়তা ভোগী পরিবারের সংখ্যা আরো বৃদ্ধি করা হবে। ক্যাপ’র এ মহতি কার্যক্রমে সকলের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন ক্যাপ নেতৃবৃন্দ। এদিকে ছাতকের কালারুকা বোরহান উদ্দিন নূরানি তা’লীমুল ক্বোরআন মাদ্রাসায়- মরহুম বোরহান উদ্দীনের পরিবারের পক্ষ থেকে গরিব ও অসহায় ৬৫টি পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। ইফতার সামগ্রীর মধ্যে চাউল, আলু, পিয়াজ, চানা, ডাল, চিনি, দুধ, খেজুর ও তেল বিতরণ করা হয়। এ সময় মাদ্রাসা পরিচালনা কমিপির সভাপতি এবং বিল¬াই যুব সমাজ কল্যান সংস্থার সভাপতি কামাল উদ্দীন বিপ¬ব, ছাতক সরকারী অনার্স-ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ চৌধুরী, সহ-সভাপতি-আব্দুল কাদির তালুকদার, ছাত্রলীগ নেতা ইমরান এইচ বাপ্পি, জহিরুল ইসলাম রকিসহ লোকজ উপস্থিত ছিলেন।।