চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যাটে ঝড় তুলতে পারেন যেসব খেলোয়ার

পপুলার২৪নিউজ ডেস্ক:
অনেকের মতে এখনকার দিনের ক্রিকেট মানেই ব্যাটসম্যানদের খেলা। এ দিক থেকে বিচার করলে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে দলগুলোর সাফল্য অনেকটাই নির্ভর করছে ব্যাটসম্যানদের ওপর। দেখে নিন ৮ম চ্যাম্পিয়নস ট্রফিতে স্পট লাইটে থাকা ব্যাটসম্যানদের:

১. বিরাট কোহলি (ভারত): ২০১৩ সালের চ্যাম্পিয়নস ট্রফি থেকেই এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে সেরা ব্যাটসম্যানের স্বীকৃতিটা পেয়েছেন ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। ওয়ানডে ফরম্যাটে ১৭৯ ম্যাচে ২৭টি সেঞ্চুরি করেছেন তিনি। যা সংক্ষিপ্ত ভার্সনের ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরির করার তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। তাই আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিটি বিশ্বের ধ্বংসাত্মক ব্যাটসম্যানদের একজন কোহলির জন্য অনেক বড় পরীক্ষাই বটে।

তবে ব্যাট হাতে বর্তমান ফর্মটা খারাপই বটে কোহলির। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থেকেই অফ-ফর্মে আছেন কোহলি। ঐ সিরিজেই কাঁধের ইনজুরিতে পড়েন তিনি। সে কারণে সদ্য শেষ হওয়া আইপিএলেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি কোহলি। কিন্তু আশা করা হচ্ছে, ভারতের রঙ্গীন পোশাকে আবারো পুরনো কোহলিকে দেখবে ক্রিকেট বিশ্ব।

২. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া): অস্ট্রেলিয়ার প্রথম ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেনির ম্যাচ না খেলেই জাতীয় দলের জার্সি গায়ে দেয়া খেলোয়াড় ডেভিড ওয়ার্নার। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের সেরাটাই দিয়ে যাচ্ছেন তিনি। সর্বশেষ ১০ ম্যাচের মধ্যে ৫টি সেঞ্চুরি করেছেন ওয়ার্নার। ১৭৯, ১৩০, ১৫৬, ১১৯ ও ১৭৩- সাম্প্রতিক সময়ে ওয়ার্নারের এমনসব ইনিংসই বলে দিচ্ছে চ্যাম্পিয়নস ট্রফিতে তার দিকে স্পটলাইটটা থাকছে। আইসিসি ওয়ানডে র‌্যাংকিং-এ ব্যাটসম্যান তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন ওয়ার্নার। সদ্যই আইপিল শেষ করে এসেছেন ওয়ার্নার। আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রহকারী এই বাঁ-হাতি ব্যাটসম্যান।

৩. স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া): মাইকেল ক্লার্কের অবসরের পর অস্ট্রেলিয়া দলকে সামনে থেকে দুর্দান্তভাবে নেতৃত্ব দিচ্ছেন স্টিভেন স্মিথ। গেল এক মৌসুমে ১৪ ম্যাচে ৬৬৭ রান করেছেন তিনি। গড়- ৫৫.৫৮। ৯৫ ওয়ানডেতে ৮টি সেঞ্চুরি ও ১৬টি হাফ-সেঞ্চুরিও রয়েছে তার।

অধিনায়ক হিসেবে এখন পর্যন্ত কোন বড় টুর্নামেন্ট জিততে পারেননি স্মিথ। তাই আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতে রেকর্ডটি পরিবর্তন করতে আগ্রহী তিনি। ২০১৯ বিশ্বকাপের আগে চ্যাম্পিয়নস ট্রফিই হতে স্মিথের সাফল্য পাওয়ার বড় প্লাটফর্ম।

৪. জো রুট (ইংল্যান্ড): চলতি মাসের শুরুতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির জন্য নিজেকে তৈরি করেছেন জো রুট। গেল এক বছরে ওয়ানডেতে দারুণ পারফরমেন্স করেছেন তিনি। তাই চ্যাম্পিয়নস ট্রফিতে ইংলিশদের অন্যতম ভরসার প্রতীক রুট।

দেশের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফি হওয়ায় সাফল্যের ব্যাপারেও বেশ আশাবাদি রুট। ২০১৬-২০১৭ মৌসুমে রুটের ব্যাটিং গড় ৮১.৭৫। ইংল্যান্ডের হয়ে ৮৫ ওয়ানডেতে ৯টি সেঞ্চুরিতে ৩৪৬৬ রান করেছেন রুট।

৫. এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা): বর্তমান যুগে ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে পরিচিত এবি ডি ভিলিয়ার্স। ২১৬ ম্যাচে ২৪টি সেঞ্চুরিতে ১০০.২৩ স্ট্রাইক রেটে ৯২২০ রানের মালিক ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার ‘চোকার্স’ শব্দটি মুছে ফেলা নির্ভর করছে ডি ভিলিয়ার্সের পারফরমেন্সের উপর।

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে সেরাটা দিতেই সম্প্রতি টেস্ট ফরম্যাটে খেলেননি ডি ভিলিয়ার্স। তবে বর্তমান ফর্ম ভাবাচ্ছে তাকে। কারণ সদ্য শেষ হওয়া আইপিএলে ৯ ম্যাচে অংশ নিয়ে মাত্র ১টি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। কিন্তু বড় আসরে একটি বড় ইনিংসই পাল্টে দিতে পারে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান ডি ভিলিয়ার্সকে। আর সেটি হলে প্রতিপক্ষ বোলারদের দুঃস্বপ্নের নায়ক হবেন ডি ভিলিয়ার্স।

পূর্ববর্তী নিবন্ধরাজধানীতে স্বস্তির বৃষ্টি
পরবর্তী নিবন্ধহলিউডের বাইরেই শান্তি!