চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে মুখোমুখি ম্যানসিটি-বায়ার্ন

স্পোর্টস ডেস্ক : আজ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের লড়াই। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও বায়ার্ন মিউনিখ। উত্তাপটা ম্যানসিটি-বায়ার্ন মিউনিখ দ্বৈরথের হলেও দুই কোচ পেপ গার্দিওলা ও থমাস টুখেলেরও লড়াই বটে। প্রথম লেগে সিটিজেনদের আতিথ্য দেবে বাভারিয়ানরা। ইতিহাদ স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচটি শুরু রাত ১টায়।

২০২১ সালের পরই আবারও মুখোমুখি হচ্ছে গার্দিওলা ও থমাস টুখেলের শিষ্যরা। এই দুই মাস্টার মাইন্ডেরই রোমাঞ্চ এবার কোয়ার্টার ফাইনালে।

চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত ছয় দেখায় দুই দলের জয় সমান তিনটি করে। লাইপজিগকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে উঠে ফুরফুরে মেজাজে আছে ম্যানসিটি।

এদিকে দারুণ ছন্দে আছে দলটির স্ট্রাইকার আলিং হল্যান্ড। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪ ম্যাচে এখন পর্যন্ত ৪৪ গোল করেছেন এই নরওজিয়ান। ফলে বায়ার্নের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার বড় পরীক্ষার সামনে কোচ টমাস টুখেল।

অন্যদিকে হাঁটুর চোটের কারণে দলের সঙ্গে নেই স্ট্রাইকার চুপ্পো মোতিং। তবে শেষ ম্যাচে বিশ্রামে থাকা লিঁও গোরেৎস্কা এই ম্যাচে ফিরছেন। তবে বে মেসি-এমবাপেদের পিএসজিকে হারিয়ে শেষ আট নিশ্চিত করে বেশ আত্মবিশ্বাসী জার্মান জায়ান্টরা।

পেপ গার্দিওলার দাবি, বায়ার্নে আমার কোচিং অভিজ্ঞতা থেকে বলতে পারি; তারা এমন এক দল, যারা সব সময় জিততে চায়, হোক সেটা পরের মাঠে। আর চেলসির সঙ্গে সেই ফাইনালে আমরা খুব খারাপও খেলিনি। যাই হোক সে কথা ভুলে যাচ্ছি এবং সামনে তাকাচ্ছি।

বায়ার্ন মিউনিখ কোচ থমাস টুখেলের ভাষ্য, গার্দিওয়ালা থেকে অনেক কিছুই শিখেছি। তাই বলে আমি তার ফ্যান বই নই। আর হল্যান্ডকে থামানোর চিন্তা নেই, এটা বলা ভুল হবে। আপনি যদি তার দিকে তাকান দেখবেন, তার শক্তিমত্তা ও তার গোল ক্ষুধা। তবে শুধু তাকে নিয়ে নয়, আমাদের অন্যদের নিয়েও ভাবতে হয়।

এদিকে একই সময়ে শেষ আটের আরেক ম্যাচে ইন্টার মিলানের প্রতিপক্ষ বেনফিকা।

 

পূর্ববর্তী নিবন্ধএশিয়া কাপ ও বিশ্বকাপ ‘বয়কট’ করতে প্রস্তুত পাকিস্তান
পরবর্তী নিবন্ধমৌলভীবাজারে জনতা ব্যাংকের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতিরণ