চৈতি জুয়েলার্স থেকে ডাকাতির সোনা উদ্ধার

 জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ;

ঝালকাঠি শহরের একটি বাসায় ডাকাতি হওয়া স্বর্ণালংকার ঢাকার ফার্মভিউ সুপার মার্কেটের চৈতি জুয়েলার্স থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার বিকেলে তিন ভরি স্বর্ণালংকারসহ ওই জুয়েলার্সের ব্যবস্থাপক ও দুই কর্মচারীকে আটক করে ঝালকাঠি থানা পুলিশ। আজ সোমবার বিকেলে ঝালকাঠি পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম জানান, পশ্চিম ঝালকাঠির আবদুস ছালামের বাসায় গত ২৬ ফেব্রুয়ারি ডাকাতি হয়। ডাকাতদল ওই বাড়ি থেকে ১০ ভরি সোনার গহনা লুট করে। ওই ঘটনায় পুলিশ চার ডাকাতকে গ্রেপ্তার করে। তাদের ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের মধ্যে ইয়াসিন নামের এক ডাকাতের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ ঢাকার ফার্মভিউ সুপার মার্কেটের চৈতি জুয়েলার্সে অভিযান চালায়। সেখানে তিন ভরি ওজনের দুইটি সোনার গহনা পাওয়া যায়।

পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য জুয়েলার্সের ব্যবস্থাপক উত্তম সাহা এবং কর্মচারী আকাশ হালদার ও সুমন শেখকে আটক করে ঝালকাঠি নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ওই স্বর্ণালংকার কেনার কথা স্বীকার করেছেন।

আজ সোমবার সকালে আবদুস ছালাম সোনার গহনাগুলো শনাক্ত করেন।

পূর্ববর্তী নিবন্ধআশুগঞ্জে ফিলিং স্টেশনের ছাদ ধস, নিহত ৪
পরবর্তী নিবন্ধমেয়ে শিশুকে শিক্ষিত ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার