জেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এর মধ্যেই শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। হিমেল হাওয়ার পাশাপাশি সূর্যের দেখা না মেলায় দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ। কুয়াশার সঙ্গে জেলার ওপর দিয়ে বইছে কনকনে হাওয়া। এতে শীতের তীব্রতা আরও দ্বিগুণ অনুভূত হচ্ছে।
চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং এ সময় বাতাদের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। যা চলতি মৌসুমে এটিই জেলার সর্বনিম্ন তাপমাত্রা। তাপমাত্রা আরও কমতে পারে।
গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এদিন একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল গোপালগঞ্জে।
এদিকে, চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে সদর হাসপাতালে শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে রোগীর চাপ বেড়েই চলেছে। গত ১২ দিনে সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ২৬০ জন শিশু ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে নিউমোনিয়া আক্রান্ত শিশুর সংখ্যা ৪৯ এবং ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি হয়েছে ৩২০ জন। এ ছাড়া প্রতিদিন বহির্বিভাগে ৫০০-৭০০ শিশু, বয়োবৃদ্ধ রোগীরা শীতজনিত কারণে চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে।
চুয়াডাঙ্গা শহরে চা দোকানি আকাশ বলেন, ফজরের নামাজ আদায় করে দোকান খুলতে হয়। গত কয়েকদিন যাবত ঠান্ডা পড়ছে। তবে আজকে একটু বেশিই অনুভূতি হচ্ছে বাতাসের কারণে। অন্যান্য দিনের তুলনায় রাস্তাঘাটে লোকজনও কম।
চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি গ্রামের এক কৃষক বলেন, এখন ভুট্টার জমিতে সার দিতে হচ্ছে। এ ছাড়া শীতকালীন পাতাকপি, ফুলকপি, লাউসহ বিভিন্ন সবজি ভোর থেকে তুলে ব্যাপারীদের কাছে বিক্রি করতে হচ্ছে। ফজরের আজানের সময় বের হয়েছি। মনে হচ্ছে আস্ত ফ্রিজের মধ্যে রয়েছি।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যৈষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান বলেন, আজ শুক্রবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। তাপমাত্রা আরও কমতে পারে। তবে বৃষ্টির কোনো আভাস আপাতত নেই।