চীনের দুই করোনা টিকার অনুমোদন দিল সৌদি

নিজস্ব ডেস্ক

জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য চীনের ‍দুই করোনা টিকা সিনোভ্যাক ও সিনোফার্মের অনুমোদন দিয়েছে সৌদি আরব। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির জাতীয় দৈনিক আরব নিউজ।

এর আগে জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য ৪ টি করোনা টিকা অনুমোদন দিয়েছিল সৌদি স্বাস্থ্য কর্তৃপক্ষ। সেগুলো হলো – অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, জনসন অ্যান্ড জনসন এবং মডার্না।

সিনোভ্যাক ও সিনোফার্মের অনুমোদন দেওয়ায় দেশটিতে অনুমোদিত টিকার সংখ্যা পৌঁছাল ছয়ে। মঙ্গলবার সৌদি কর্তৃপক্ষ এই অনুমোদন দেয় বলে জানিয়েছে আরব নিউজ।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থীরা যেন সংক্রমিত না হয়, খেয়াল রাখতে পরামর্শ
পরবর্তী নিবন্ধকরোনায় ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায়দের আর্থিক সহায়তা দিল এনআরবিসি ব্যাংক