চীনে ইভানকার কারখানা শ্রমিকদের সাপ্তাহিক বেতন মাত্র ৬২ ডলার

পপুলার২৪নিউজ ডেস্ক:
বর্তমানে সর্বসাধারণের আলোচনা ও সমালোচনার কেন্দ্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাবার মতো কন্যা ইভানকাও সমান আলোচিত। এবার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, চীনে ইভানকার পোশাক কারখানায় শ্রমিকরা সপ্তাহে ৬০ ঘন্টা কাজ করে মাত্র ৬০ ডলার পারিশ্রমিক পাচ্ছেন। যা তাদের পরিশ্রমের তুলনায় অত্যন্ত কম।তথ্যসূএ: দ্য হিল
ওয়াশিংটন পোস্টে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার এক নিরীক্ষা থেকে জানা গেছে, ওই কারখানার ৮০ জন শ্রমিক প্রতি সপ্তায় ৬২ ডলারেরও কম পারিশ্রমিক পান। কারখানাটি জি থ্রি অ্যাপারেল গ্রুপের জন্য পোশাক তৈরি করে; যা ২০১২ সাল থেকে ইভানকা ট্রাম্পের ব্র্যান্ডের জন্য পোশাক তৈরি করে আসছে। এটি টমি হিলফিগার ও ক্যালভিন ক্ল্যাইনের ব্র্যান্ডের অন্তর্ভূক্ত।
ইভানকার কারখানা পরিদর্শন করে ফেয়ার ল্যাবরেটরি অ্যাসোসিয়েশনের একটি সংগঠন, যা ক্ষুদ্র শিল্পের দেখাশোনার জন্য কাজ করে। তারা দখেছে, সেখানে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ইউএনএন) কর্তৃক নির্ধারিত কয়েক ডজন মানদ-ের লঙ্ঘন করা হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ ছিল যে, নিরীক্ষণের সময় কারখানায় ট্রাম্প ব্র্যান্ডেড পোশাকগুলোতে বিশেষভাবে কাজ করা হচ্ছিল কি-না তা নির্দিষ্টভাবে উল্লেখ করা নেই। প্রতিবেদনে আরও উল্লেখ আছে, শ্রমিকদের বেতন চীনের কিছু জায়গার ন্যূনতম মজুরির থেকেও কম হয়ে যায়। চীনের আইন বিভাগ প্রতি মাসে ৩৬ ঘন্টা ওভারটাইম সীমিত করে দিয়েছে। যদিও ইভানকার কারখানায় শ্রমিকরা ৮২ ঘন্টার অধিক সময় কাজ করেন।

পূর্ববর্তী নিবন্ধকলকাতার দুইটি ছবি প্রযোজনা করবেন প্রিয়াঙ্কা
পরবর্তী নিবন্ধআত্মসমর্পণকারী জলদস্যুদের পুনর্বাসনে সহায়তা করবে সরকার: প্রধানমন্ত্রী