চীনা রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ গোপন করে বিপাকে রাহুল

পপুলার২৪নিউজ ডেস্ক :

রাজনীতির রঙ্গমঞ্চে নতুন করে বিপাকে পড়লেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। সম্প্রতি সিকিম সীমান্ত নিয়ে ভারত-চীনের মধ্যে উত্তেজনা তুঙ্গে। আর এমন প্রেক্ষাপটে গোপনে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে বিপাকে পড়েছেন তিনি।

কংগ্রেস সূত্রের খবর, চলতি মাসের গোড়ার দিকে চীনের রাষ্ট্রদূত লুও ঝাউহুইয়ের সঙ্গে দেখা করেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। শুধু তাই নয়, ভুটানের রাষ্ট্রদূতের সঙ্গেও সাক্ষাৎ করেছেন রাহুল। মূলত সিকিম সীমান্ত নিয়ে দিল্লি-বেইজিং বিতর্ক নিয়েই রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করেছেন রাহুল। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর-পূর্ব ভারতের এক কংগ্রেস নেতা এবং দেশের সাবেক জাতীয় নিরাপত্তা এজেন্সির কর্মী শিব শংকর মেনন।

বিষয়টি প্রথমে প্রকাশ্যে আসে দিল্লিতে থাকা চীনা দূতাবাসের পক্ষ থেকে করা এক টুইটে। সেখানে রাহুলের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠকের কথা লেখা হয়। যদিও তখন সেই বৈঠকের কথা সম্পূর্ণ অস্বীকার করে কংগ্রেস। রাহুলের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠকের খবর মিথ্যা বলে জানান কংগ্রেসের মুখপত্র রণদীপ সিং সুরজওয়ালা। তবে সোমবার রাহুল গান্ধী টুইট করে সেই বৈঠকের কথা স্বীকার করে নিয়েছেন।-সূত্র: কলকাতা টোয়েন্টিফোর

 

পূর্ববর্তী নিবন্ধধনী-গরিবের প্রেম, অত:পর প্রেমিক জেল হাজতে
পরবর্তী নিবন্ধযাত্রাবাড়ীতে ৩ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক