অবশ্য সিনেমাটি মুক্তির আগেই টিজারে ঝড় তুলেছিলেন তিনি।
তবে মুক্তির পর সিনেমায় শহীদ কাপুরের সঙ্গে সাহসী দৃশ্যে কঙ্গনার কোনো ডাবল ব্যবহার বা ক্যামেরার কারসাজি ছিল কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দেয়।
কারণ ওই দৃশ্যে বলিউডের মতো জায়গায় ডাবল বা এক্সট্রা ব্যবহারের সম্ভাবনাই বেশি থাকে।
এসবের জবাবে কঙ্গনা অবশ্য যা বলেছেন তাতে চোখ কপালে উঠেছে সবার।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঠোঁটকাটা কঙ্গনা সাফ জানিয়ে দেন, ‘নগ্ন হতেই যখন আমার আপত্তি নেই, তখন কেন কৌশল ব্যবহার করা হবে?’
কঙ্গনার সাদাসিধে জবাবে জানিয়ে দেন, ‘ওই দৃশ্যটি শুট করতে না ক্যামেরার কারসাজি না বডি ডাবল, কোনো কৌশলই ব্যবহার করা হয়নি। চিত্রনাট্য চাইলে শরীর থেকে পোশাক খুলে ফেলতে আমার বিন্দুমাত্র অসুবিধা নেই।’
শুধু ‘রেঙ্গুন’ নয়, আগামী কোনো ছবিতেও চিত্রনাট্য এমনটা চাইলে তিনি নগ্ন হতে প্রস্তুত বলে সাহসী জবাব কঙ্গনার।
ক্যারিয়ারের শুরু থেকেই কঙ্গনাকে নানা সাহসী দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছে। কিন্তু, সেসব দৃশ্যের অধিকাংশেই বিভিন্ন কৌশল ব্যবহার করা হয়েছিল।
সেসব দৃশ্যের তুলনায় ‘রেঙ্গুন’-এর ঘনিষ্ঠ দৃশ্যগুলো ছিল অনেক বেশি পরিণত এবং সাহসী। দৃশ্যগুলোকে যতটা সম্ভব স্বতঃস্ফূর্ত করাটা দরকার ছিল। তাই কঙ্গনা সাহসী হতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেননি।