পপুলার২৪নিউজ প্রতিবেদক: রাজধানীতে চালের দাম কিছুটা কমলেও শীতের সবজি এখনো চড়া দামে বিক্র হচ্ছে। বন্যার অজুহাতে গত বছরের এই সময় সব ধরনের চালের দাম বাড়ে কেজিতে ১০ টাকা থেকে ২০ টাকা। তবে সারা বছর নানা চড়াই উৎরাই পেরিয়ে চালের দাম এখন কিছুটা কমেছে।
গত কয়েকদিনে চালের দাম কমেছে দুই থেকে চার টাকা পর্যন্ত। মিনিকেট বিক্রয় হচ্ছে ৫৪ থেকে ৫৬ টাকা। আউশ চাল বিক্রি হচ্ছে ৩৬-৩৮ টাকা কেজি দরে। আটাশ প্রতিকেজি ৪২-৪৫ টাকা স্বর্ণা ৩৬-৩৮ টাকা কেজি দরে।
এব্যাপারে ব্যবসায়ীরা বলছেন, সরকারি মজুদ শক্তিশালী করা হলে প্রাকৃতিক দুর্যোগের কারণে চালের দাম বৃদ্ধিতে অবৈধ সিন্ডিকেটের প্রভাব ফেলতে পারবে না।
চাল ব্যবসায়ীরা জানান, ভাদ্র মাসে একটা চাল পাইজাম আসে। এতে করে পুরান চালের তুলনায় প্রতিকেজিতে ২-৩ টাকা কমে বিক্রি হচ্ছে। বিক্রেতাদের অভিযোগ, চালের বাজার নিয়ন্ত্রণ করছে ব্যবসায়ীদের বড় একটি সিন্ডিকেট। এদিকে শীতের সবজি শিমের কেজি এখনো ৬০ টাকা থেকে ৮০ টাকা বিক্রি হচ্ছে। এ ছাড়া মুরগিসহ অন্যান্য সবজির দাম অপরিবর্তিত রয়েছে।
গত সপ্তাহে কেজিতে ১০-২০ টাকা বেড়ে যাওয়া বয়লার মুরগির দাম গতকালও একই রয়েছে। কেজিতে ৫ টাকার মতো কমা পেঁয়াজের দামও অপরিবর্তিত রয়েছে।
এ ছাড়া বাজারভেদে ব্রয়লার মুরগিও আগের সপ্তাহের মতো ১৩০-১৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। সাদা ডিমপাড়া সাদা মুরগি বিক্রি হচ্ছে ১৬০-১৮০ টাকা কেজি। আর লাল লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ২০০-২২০ টাকা কেজি। বয়লার মুরগির মতো লালা লেয়ার ও সাদা মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। হাজীপাড়ার ব্যবসায়ী মিরু বলেন, কোরবানির ঈদের পর অনেকদিন বয়লার মুরগির কেজি ১১৫-১২০ টাকা বিক্রি হয়। তবে গত সপ্তাহে দাম কিছুটা বেড়ে ১৩০ টাকা হয়। এখনো ব্রয়লার মুরগি আগের সপ্তাহের দামে বিক্রি হচ্ছে। এ দিকে সবজি বাজারে শিমের দাম কিছুটা কমলেও দামের উত্তাপ ছড়াচ্ছে টমেটো, ফুলকপি, শসা এবং গাজর। শিমের দাম কিছুটা কমায় এখন বাজারে সব থেকে দামি সবজির তালিকায় টমেটো ও গাজর। বাজারভেদে পাকা টমেটো বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা কেজি। একই দামে বিক্রি হচ্ছে গাজর। আগের সপ্তাহেও এ সবজি দুটির দাম এমনই ছিল। বাজারের দামি আর এক সবজি ফুলকপিও আগের সপ্তাহের মতো ৫০-৬০ টাকা পিস বিক্রি হচ্ছে।
তবে কিছুটা দাম বেড়েছে শসার। গত সপ্তাহে ৩০-৪০ টাকা কেজি বিক্রি হওয়া শসার দাম বেড়ে ৫০-৬০ টাকা হয়েছে। এ ছাড়া বেগুন, উস্তা, বরবটি, কাকরল, করলা, পটল, ঝিঙা, ধুন্দল, ঢেঁড়স, লাউ, পেপের দাম অপরিবর্তিত রয়েছে।
বেগুন বিক্রি হচ্ছে ৩০-৫০ টাকা কেজি। উস্তার কেজি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা। বরবটি ৫০-৬০ টাকা, চিচিংগা, পটল, ঝিঙা, ধুনদল, কাকরল বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা কেজি। পেঁপে আগের মতো ২০-৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে। ঢেঁড়স পাওয়া যাচ্ছে ৩০-৪০ টাকা কেজির মধ্যে। সবজির দামের বিষয়ে মিরপুর ব্যবসায়ী হায়দার আলী বলেন, শীতের সবজির দাম কমা শুরু করেছে আগামী ১৫দিনের মধ্যে দাম আরও কমে যাবে। অনেক দিন ধরে স্থিতিশীল রয়েছে। ৪০-৫০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে বেশিরভাগ সবজি। এখন বাজারে শীতের আগাম সবজি আসতে শুরু করেছে।