ফাঁসির দণ্ড বহাল থাকা আসামিরা হলেন- তৈয়ব আলম, আনোয়ার হোসেন, আহমদ শরীফ ও শাহীন ওরফে গড্ডু। তবে বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক আসামি বিল্লাল হোসেন ওরফে সুমনকে খালাস দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়। আদালত বলেছে, অপরাধের গুরুত্ব বিবেচনা করে এদের প্রতি অনুকম্পা দেখানোর কোনো সুযোগ নেই।
রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোরশেদ শুনানি করেন। অপরদিকে, আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী মুক্তার কবির খান।
মামলার বিবরণে জানা যায়, ২০০০ সালের ১ জুন চালক জাবেদ হোসনকে খুনের ঘটনায় লক্ষ্মীপুরের রামগঞ্জ থানায় মামলা দায়ের করে নিহতের বড় ভাই মোহম্মদ মকবুল হোসেন।
মামলার এজাহারে বলা হয়, বাদির ভাই ঢাকার মুক্তাঙ্গনের মাইক্রোবাস ও কার মালিক সমিতির প্রাইভেট কার চালাতো। ২৭ মে সন্ধ্যা ছয়টার দিকে পাঁচজনকে নিয়ে তিনি লক্ষ্মীপুরের উদ্দেশে যাত্রা করেন।
এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি। পরে নোয়াখালী চাটখিল থানার পুলিশ প্রাইভেটকারসহ চারজনকে আটক করে।