পপুলার২৪নিউজ প্রতিবেদক:
ঘন কুয়াশার কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৪ ঘণ্টা বিমান চলাচল বন্ধ থাকার পর বিমান চলাচল স্বাভাবিক হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ৮টায় ফ্লাইট উড্ডয়ন এবং অবতরণের অনুমতি দেয় শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ।
কুয়াশা কেটে যাওয়ার পর প্রথমে বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরণ করে। তখন থেকেই নিয়মিত প্লেন চলাচল স্বাভাবিক হতে থাকে।
এর আগে ঘন কুয়াশার কারণে সোমবার দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটের পর থেকে কোনো ফ্লাইট এই বিমানবন্দরে অবতরণ বা উড্ডয়ন করতে পারেনি।
বিমান চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বিমানবন্দরের ডিউটি সিকিউরিটি অফিসার এএসপি ভূঁইয়া মাহবুব হাসান।