পপুলার২৪নিউজ ডেস্ক:
উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার শরীর থেকে ‘চামড়া ছাড়িয়ে’ নেয়ার হুমকি দিয়েছেন এক নারী সংসদ সদস্য।
ভারতের ক্ষমতাসীন বিজেপির এমপি প্রিয়াঙ্কা সিংহ রাওয়াত উত্তরপ্রদেশের বারাবাঁকির অতিরিক্ত পুলিশ সুপার জ্ঞানাঞ্জয় সিংহকে এ হুমকি দেন। খবর আনন্দবাজার পত্রিকার।
পুলিশ কর্মকর্তা জ্ঞানাঞ্জয়ের আচরণ পছন্দ না হওয়ায় বারাবাঁকির এই সংসদ সদস্য তাকে দেখে নেয়ার হুমকি দেন। এ নিয়ে বিতর্ক দেখা দিলেও নিজের মন্তব্য সম্পর্কে অনুতপ্ত নন প্রিয়াঙ্কা।
পুলিশ প্রশাসনের কর্তারা ঠিকমতো কাজ না করলে ছেড়ে কথা বলবেন না বলেও জানান তিনি।
প্রিয়াঙ্কা সিংহ দাবি করেন, একটি খুনের মামলার তদন্তে ঠিকমতো কাজ করছেন না বারাবাঁকির অতিরিক্ত পুলিশ সুপার জ্ঞানাঞ্জয় সিংহ।
তদন্তের বিষয়ে খোঁজ নিতে তিনি ফোন করেছিলেন জ্ঞানাঞ্জয়কে। ফোনেই দু’জনের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।
অতিরিক্ত পুলিশ সুপার জ্ঞানাঞ্জয় এমপিকে প্রিয়ঙ্কাকে বলেন, ‘আমি পুলিশ, আমি জানি আমি কী করছি।’ তার এ কথাতেই চটে যান প্রিয়াঙ্কা। পুলিশ কর্মকর্তাকে তিনি বলেন, ‘সব মালাই বার করে নেব। চামড়া ছাড়িয়ে নেব।’
বিজেপি এমপির এই মন্তব্যে প্রবল বিতর্ক শুরু হয়। পুলিশকর্তাকে এমপির হুমকি দেয়ায় বিভিন্ন মহলে নিন্দার ঝড় ওঠে। তবে বিজেপির তরুণী এই এমপি তাতে একটুও ঘাবড়াচ্ছেন না।
প্রিয়াঙ্কার অভিযোগ, আগের সরকারের আমলে এসব পুলিশকর্তা অনেক অনিয়ম করেছেন। এখন আর কোনো অনিয়ম সহ্য করা হবে না।
বিতর্কের পরিপ্রেক্ষিতে সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন এই নারী এমপি। সেখানে তিনি বলেন, ‘কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, আর রাজ্যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার রয়েছে। যারা কাজ করবেন, শুধু তারাই এই জেলায় থাকতে পারবেন।’
প্রিয়াঙ্কা সিংহ কড়া ভাষায় বলেন, ‘পুলিশ প্রশাসনের কর্তাদের আচরণ যদি না বদলায়, তাহলে কঠোর পদক্ষেপ নেয়া হবে।’
অবশ্য প্রিয়াঙ্কার দল বিজেপি তার আচরণকে সমর্থন করছে না। উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রী তথা মুখপাত্র শ্রীকান্ত শর্মা বলেছেন, ‘আগের সরকারের আমলে শাসক দলের কর্মীরা বা আইন প্রণেতারা যে ধরনের ভাষা ব্যবহার করতেন, আমাদের আইন প্রণেতারা বা দলীয় কর্মীরা তেমন ভাষা ব্যবহার যাতে না করেন, আমরা সেই চেষ্টাই করছি।’