টেনিস দুনিয়ার এক মহাতারকার নাম অ্যান্ডি মারে। বিশ্বের এক নম্বর এই তারকা টানা দুইবার উইম্বলডন জিতে ইতিহাস গড়তে চান। কারণ ফ্রেড পেরির পরে আর কোনো ব্রিটিশ টেনিস খেলোয়াড় উইম্বলডন চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে পারেননি। চোট এবং খারাপ ফর্মের জন্য উইম্বলডন শুরুর আগে তাকে নিয়ে প্রশ্ন ছিল। কিন্তু শেষ ষোলতে উঠে সব সমালোচনার জবাব দিয়েছেন তিনি। লড়াইয়ে নামার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন তিনি।
প্রশ্ন : আপনি যদি অতীতে ফিরে যেতে পারতেন, তা হলে টেনিস জীবনের শুরুর দিকে কি অন্য কিছু করতেন?
মারে : আমি চেষ্টা করতাম টেনিসকে আরও উপভোগ করতে। ২১ থেকে ২৪, ২৫ বছর- এই সময়টা আমার কাছে বেশ কঠিন ছিল। অতীতে ফিরতে পারলে টেনিস জীবনের শুরুটা আমি নিশ্চয়ই আরও বেশি করে উপভোগ করার চেষ্টা করতাম।
প্রশ্ন : আবার আপনি বাবা হতে চলেছেন। পিতৃত্বের দায়িত্ব কী ভাবে আপনার টেনিস জীবনকে প্রভাবিত করেছে বা বদল এনেছে?
মারে : এই বছরটা আমাকে বাড়িতে বেশি সময় দিতে হয়েছে। বিভিন্ন সমস্যা ছিল, তার ওপর রোম এবং মাদ্রিদে আগেই হেরে যাওয়ায় কোর্টের চেয়ে বাড়িতেই ছিলাম বেশি। কোর্টে ভাল করতে না পারারও একটা ইতিবাচক দিক আছে। আমি বাড়িতে পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে পেরেছি। তবে আমি কিন্তু টেনিসের প্রতি ভীষণ ভাবে দায়বদ্ধ। তাই কোর্টে নেমে সেরাটা দিতে চাই। সে জন্য যদি গরমের দেশে বেশি সময় কাটাতে হয়, তা হলে কাটাতে হবে। আমরা টেনিসের জন্য অনেক কিছু ত্যাগ করি। আমাদের অনেক সমঝোতা করতে হয়। তার মাঝেই চেষ্টা করি, সব কিছু আগে থেকে ছকে নিতে। যাতে পরিবারের সঙ্গে যতটা বেশি সময় কাটানো যায়।
প্রশ্ন : এই উইম্বলডনের শেষে আপনি এক নম্বর র্যাংকিং হারাতে পারেন। এ ব্যাপারটা কি আপনাকে বাড়তি চাপে ফেলে দিচ্ছে?
মারে : হ্যাঁ, ব্যাপারটা ঘটতে পারে। বিশেষ করে টুর্নামেন্টের শেষ দিকে যদি দেখা যায় র্যাংকিংয়ের প্রথম দিকের খেলোয়াড়রা থেকে গেছে। বা এমন কোনও ম্যাচ পড়ে গেছে, যা র্যাংকিংকে প্রভাবিত করছে। তবে আমি এখন কিন্তু সে সব নিয়ে একটুও ভাবছি না। আমার ফোকাসটা এখন র্যাংকিংয়ের ওপর নয়। তবে হ্যাঁ, টুর্নামেন্টের শেষ দিকে এসে যদি দেখা যায়, কোনও একটা ম্যাচ এমন পড়ে গেছে, যা র্যাংকিংকে প্রভাবিত করবে, তা হলে হয়তো ব্যাপারটা নিয়ে ভাবব। এই মুহূর্তে র্যাংকিং আমার মাথায় নেই।
প্রশ্ন : উইম্বলডনে আপনার সাফল্যের বাইরে এমন কোনও ম্যাচ আছে যা আপনি ভুলেননি? সে সব যদি একটু বলেন।
মারে : যখন বড় হচ্ছি, টিম হেনম্যানের খেলা খুব দেখতাম। গোরান ইভানিসেভিচের বিপক্ষে সেমিফাইনালে যে ম্যাচটা টিম খেলেছিল, সেটা মনে আছে। অনেক ব্রিটিশ টেনিসপ্রেমীরই সেই ম্যাচটার কথা মনে আছে। সে সময় আমি ট্যুরে ছিলাম। তা ছাড়া ২০০৮ সালের সেই ৫ সেটের ফাইনাল, যেখানে রাফায়েল নাদাল বনাম রজার ফেদেরার মুখোমুখি হয়েছিল। দর্শক হিসেবে আমি ম্যাচটা দেখতে এসেছিলাম। এক জন ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে গ্যালারিতে বসে ম্যাচটা দেখেছিলাম।
প্রশ্ন : এখনও কি সেন্টার কোর্টে নামার সময় নার্ভাস বোধ করেন?
মারে : হ্যাঁ। চাপ তো থাকেই। আসলে গোটা বছর জুড়ে আমরা যে সব টুর্নামেন্ট খেলি, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ উইম্বলডন। এর ঐতিহ্যটাই অন্য রকম। তাই উইম্বলডনে নামার সময় যদি নার্ভাস বোধ না করি বা চাপ টের না পাই তা হলে নিজের মানসিকতা নিয়েই প্রশ্ন উঠে যাবে। চাপ না থাকলে সেটা আবার কীসের খেলা? সে রকম হলে আর খেলা চালিয়ে যাব কি না তা নিয়েও ভাবতে হবে। কোর্টে নামার সময় তাই আমি নার্ভাস থাকতে চাই। চাপে থাকতে চাই।